Saturday, January 10, 2026

জল্পনার অবসান, লখনউয়ের অধিনায়ক ঋষভ, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পন্থ

Date:

Share post:

জল্পনার অবসান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হলেন ঋষভ পন্ত। কলকাতায় পন্থকে পাশে বসিয়ে ঘোষণা দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। পন্থের হাতে ১৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন দলের মেন্টর জাহির খান । নতুন দায়িত্ব উচ্ছ্বসিত পন্থ। জানালেন আগামী লক্ষ্য।

আইপিএল-এর মেগা নিলামে রেকর্ড অর্থে পন্থকে দলে নেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ২৭ কোটি টাকায় পন্থকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। আর নতুন দল লখনউ। আর নতুন দায়িত্ব নিয়ে পন্থ বলেন, “ ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। রোহিত ভাই শিখিয়েছে, কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে। পারফরম্যান্স যাবে-আসবে। কিন্তু আসল কথা হল, শেষ পর্যন্ত লড়াই করব।“ এদিকে পন্থকে অধিনায়ক করে খুশি লখনউ । এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “ পন্থের মধ্যে সহজাত নেতৃত্ব রয়েছে। এখন সবাই বলে, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমার কথা লিখে রাখুন। ১০ বছর পর সবাই বলবে, রোহিত, ধোনি ও ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক।“

২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে লখনউ দলের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তবে গত মরশুমে হায়দরাবাদ ম্যাচে হারের পর গোয়েঙ্কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরেই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা। সেটাই হয়েছে। গত বছর মহা নিলামের আগে ছেড়ে দেওয়া হয় রাহুলকে। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছে লখনউ। আর সোমবার তাঁকেই অধিনায়ক হিসাবে বেছে নেয় লখনউ।

আরও পড়ুন- ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই আসবে’, ওয়াংখেড়েতে দাঁড়িয়ে হুঙ্কার রোহিতের

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...