মহা কুম্ভে দুদিন আগেই উত্তাপ ছড়িয়েছিল আগুন লাগার ঘটনা। মঙ্গলবার ফের উত্তাপ ছড়ালো শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) প্রবেশে। কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষপাতিত্বের সুযোগে ভারতের শিল্পমহলে শিরোনামে উঠে এসেছেন গৌতম। তবে সুনামের থেকে অভিযোগে দুষ্ট হয়ে বেশি শিরোনামে এসেছেন। এবার প্রয়াগরাজে (Prayagraj) মহা কুম্ভে ‘পুণ্যস্নান’ উৎসবে যোগ দিয়ে শিরোনামে আসার চেষ্টা করলেন।

মঙ্গলবার প্রয়াগরাজে সপরিবারে যান গৌতম আদানি। স্ত্রী তথা আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানি, ছেলে করণ আদানিকে নিয়ে ত্রিবেণী (Tribeni) সঙ্গমে পুজো দেন। তবে পুণ্যার্থীরা যেভাবে পবিত্র গঙ্গায় মাথা ডুবিয়ে মহা কুম্ভ (Maha Kumbh) থেকে পুণ্য অর্জনের আশা করেন, তা গৌতমের ক্ষেত্রে দেখা যায়নি। ভিআইপি-দের পুজো দেওয়ার জন্য তৈরি বিশেষ সেতুর উপর গঙ্গা পুজো সারেন গৌতম আদানি।
যোগীরাজ্যে মহাকুম্ভের পুণ্যার্থীদের যেমন খোলা আকাশের নিচে শুতে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তেমনই ভিআইপিদের জন্য জমকালো ‘পুণ্যস্নানের’ও ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা দেখে অত্যন্ত খুশি গৌতম আদানি (Gautam Adani)। এমনকি এবার উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিনিয়োগেরও ঘোষণা করে দিলেন মহা কুম্ভের প্রাঙ্গন থেকেই। যদিও মহা কুম্ভে না এসে যে ঘোষণা করতেন না, এমনটাও নয়।

–

–

–

–

–

–

–

–
