Thursday, November 13, 2025

ফের বিপাকে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগ সংকটে বিপাকে সাদা-কালো ক্লাব। ফুটবলারদের বকেয়া বেতন সমস্যার মধ্যেই নতুন সমস্যা ফুটবল দল চালানোর স্বত্ব নিয়ে। শ্রাচী স্পোর্টস ও বাঙ্কারহিলের সঙ্গে মউ চুক্তির চারমাস পরেও ক্লাবের তরফে ইনভেস্টরের কাছে শেয়ার হস্তান্তর না হওয়ায় আইএসএলে বাকি ম্যাচগুলিতে মহামেডান কীভাবে খেলবে, তা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। এরপর আইনজীবীদের নিয়ে তিন পক্ষের বৈঠকের পর শেয়ার হস্তান্তরের চেষ্টা শুরু হয়েছে। ক্লাব কর্তাদের দাবি, বৃহস্পতিবারের মধ্যে মূল ইনভেস্টর বাঙ্কারহিলকে শেয়ার হস্তান্তর করতে চায় তারা। তারা শেয়ার হস্তান্তর করবে শ্রাচীকে। কিন্তু তাতেও রয়েছে জটিলতা। কারণ, ক্লাবের দাবিমতো নতুন কোনও হলফনামায় সই করতে রাজি নন বাঙ্কারহিল কর্তারা।

মঙ্গলবার প্রথমে ইনভেস্টর শ্রাচীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মউ চুক্তির ভিত্তিতে ৫০ শতাংশের বেশি অর্থ খরচ করেছে তারা। এরপরেও তাদের কোনও শেয়ার সরকারিভাবে হস্তান্তর করা হয়নি। শ্রাচীর দাবি, মউ চুক্তির মেয়াদ শেষ। ফলে বাকি টাকা দিতে তারা দায়বদ্ধ নয়। শ্রাচীর এই বিবৃতির পরেই বাঙ্কারহিলের বিবৃতিতে জটিলতা আরও বাড়ে। তারা জানায়, চারমাস পরেও মউ চুক্তি অনুযায়ী তাদের ৬১ শতাংশ শেয়ার হস্তান্তর করেনি ক্লাব। সেটা না হলে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তারা।

দুপুরে তিন পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠকের পরেও জট কাটেনি। ক্লাব কর্তারা শেয়ার হস্তান্তর করতে সময় চান। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহম্মদ কামারুদ্দিন বলেন, ‘‘আমরা আন্ডারটেকিং তৈরি করছি। বুধবার বাঙ্কারহিলের কাছে পৌঁছে যাবে। দু’দিনের মধ্যে শেয়ার হস্তান্তর হয়ে যাবে। এবার বাঙ্কারহিল ঠিক করবে শ্রাচীকে কত শেয়ার দেবে আর কতটা নিজেদের কাছে রাখবে। ” কিন্তু ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে তাদের কীভাবে অনুশীলনে নামার ব্যবস্থা করবে ক্লাব? রবিবার মুম্বই ম্যাচ। কামারউদ্দিনের বক্তব্য, ‘‘দুই ইনভেস্টর সেটা বুঝে নেবে!’’ বাঙ্কারহিল কর্তা দীপক সিং বললেন, ‘‘আমরা শুধু শেয়ার হস্তান্তর চাই। আর কোনও নতুন চুক্তি বা আন্ডারটেকিংয়ে সই করব না।’’

আরও পড়ুন- ফের আটকে গেল মোহনবাগান, চেন্নাইয়ানের সঙ্গে গোলশূন্য ড্র বাগানের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version