Sunday, November 16, 2025

দায়সারা কাজ বরদাস্ত নয়, প্রকল্পের জন্য টাকা চাইলেই ব্যবস্থা: আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

দায়সারা কাজ, দীর্ঘসূত্রিতা বরদাস্ত করা হবে না। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি সাফ জানান, সরকারি প্রকল্প পেতে কাউকে কোনও টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর: সঞ্জয়ের যাবজ্জীবনের রায়কে চ্যালেঞ্জ, রাজ্যের ব্যাখ্যায় সম্মতি হাইকোর্টের

এদিন সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটা কাজের নজরদারি হচ্ছে। ভাববেন না, কলকাতা থেকে আলিপুর দুয়ারের খুব দূরত্ব বেশি। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের (Portal) মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের  নজরদারি করি।” এর পরেই কঠোর বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উপস্থিত সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনে তিনি বলেন, “গভর্মেন্ট প্রকল্পের জন্য কাউকে এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। পরিষ্কার বলছি- কমপ্লেন এলে অ্যাকশন নেব। এফআইআর করা হবে।”

সরকারি কাজে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রীতিমতো খতিয়ান হাতে নিয়ে তিনি বলেন, ৪৪১টি প্রকল্পের মধ্যে ৩০৩ টি শেষ হয়েছে। ১০৮টি প্রকল্পের কাজ সময়ে শেষ হয়নি। ৩০টি প্রকল্প ১ থেকে ৩ বছরের মধ্যে শেষ হয়নি। এরমধ্যে উদাহরণস্বরূপ জয়গাঁ পানীয় জল, কুমারগ্রাম পানীয় জল প্রকল্পের উল্লেখ করেন মমতা (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, “কেন মানুষের উন্নয়নের কাজ সময়ে শেষ হল না? কে দায়ী? কার গাফিলতিতে এগুলো সময়ে শেষ হল না?” সময়ের মধ্যে কাজ শেষে করার নির্দেশ দেন তিনি। স্পষ্ট জানান, সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না।

বুধবার মালদহর পরে এদিন আলিপুরদুয়ারের সভা থেকেও মুখ্যসচিব মনোজ পন্থের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “মুখ্যসচিব যদি একদিন জেলায় এসে পাঁচ, ছ’টা জায়গায় যেতে পারেন তাহলে বিডিওরা পারবেন না কেন?”

সময়ে কাজ শেষ করতে কোনও গাফিলতি হলে, সেটাও বরদাস্ত করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মানুষের কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না। কোয়ালিটি কাজ চাই। মনে রাখবেন, আপনারা কাজ করার পর আমরা কিন্তু থার্ড পার্টিকে দিয়ে ভেরিফিকেশন করিয়ে থাকি।”  অর্থবর্ষের কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মমতা।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version