Sunday, August 24, 2025

ইডেনে আজ হাইভোল্টেজ টি-টোয়েন্টি, ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি ট্রেন রেলের

Date:

ক্রিকেটের নন্দনকাননে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) টি-টোয়েন্টি মহাযুদ্ধ শুরু হচ্ছে আজ। শুধু শহরের নয় শহরতলির বিভিন্ন প্রান্ত থেকেই ক্রিকেটপ্রেমীরা ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে(Eden gardens)। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ছটায়। মাঠের হিসেব বলছে, দুপক্ষের ৪০ ওভার খেলা সম্পূর্ণ হতে প্রায় দশটা বাজবে। সেক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের ফেরার সমস্যার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল রেল। রাতের ম্যাচ দেখে যাতে ট্রেনপথে ফিরতে কোনও অসুবিধা না হয় সেই কারণে ২২ জানুয়ারি (বুধবার) দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একদিকে, দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন তারকা বোলার মহম্মদ শামি। অন্যদিকে আবার সূর্য – সঞ্জুদের মারকুটে ব্যাটিং দেখার জন্য উন্মাদনায় ফুটছেন ফ্যানেরা। সব মিলিয়ে আজকের ম্যাচ নিঃসন্দেহে হাই ভোল্টেজ হতে চলেছে।তাই মাঠের টেনশনের পর যাতে বাড়ি ফেরার জন্য চিন্তা করতে না হয় সে কারণে রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে যে, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়বে ইএমইউ স্পেশাল ট্রেন যা বারাসত পৌঁছবে রাত একটা নাগাদ। এছাড়া বিবাদি বাগ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২ মিনিটে যা বারুইপুরে পৌঁছবে রাত দেড়টায়। ফলে রাতে বাড়ি ফেরা নিয়ে দর্শকদের খুব একটা সমস্যা হবে না।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version