Thursday, August 28, 2025

কেন্দ্রের বঞ্চনা আর অবহেলাই বাধা উত্তরের উন্নয়নে, খতিয়ান তুলে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও অবহেলা চলছেই। তার জেরে থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন থমকে যাওয়ার জন্য সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-মাটি-মানুষের সরকারের আমলে উত্তরবঙ্গের জন্য রাজ্য কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে, তার পুঙ্খানুপুঙ্খ খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নই আমাদের সরকারের অগ্রাধিকার। কেন্দ্রের অবহেলায় সেই উন্নয়নের কাজ বাধা পাচ্ছে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সুহাসিনী চা বাগানের পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঞ্চ থেকে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকারও বেশি কাজ করেছে। কেন্দ্র একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেয়নি। আমরা তা মিটিয়েছি। কর্মসূচি প্রকল্পে তাদের কাজ দিয়েছি। আবাসেও কেন্দ্রীয় বঞ্চনা অব্যাহত। তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি দেওয়া হচ্ছে। ১২ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি পেয়েছেন। আমরা সমীক্ষা করে দেখেছি। আরও ১৬ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি পাবেন শীঘ্রই। পর্যটনের বিকাশ হয়েছে উত্তরবঙ্গেও। শিক্ষার উন্নয়নে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে। পানীয় জলের প্রকল্প-সহ নানাবিধ সরকারি উন্নয়নমূলক কাজ করেছে আমাদের সরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। বনাঞ্চলের কিছু এলাকায় জনজাতির জমি দখলের চেষ্টা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, জনজাতির জমি যেন কেউ হাতিয়ে না নিতে পারে। সেটা দেখতে হবে স্থানীয় প্রশাসনকে। আইন মেনেই জনজাতির জমির অধিকার রক্ষা করতে হবে।

এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে খবর এসেছে জয়গাঁওয়ে উচ্ছেদের চেষ্টা হচ্ছে। আমি পরিষ্কারভাবে জানিয়ে যাচ্ছি, কাউকে উচ্ছেদ করা যাবে না। আগে পুনর্বাসন দিতে হবে। এটা আমাদের সরকারের নীতি। এদিন সরকারি মঞ্চ থেকে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নেতাজি বড় চক্রান্তের শিকার! কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...