রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে বল হাতে দাপট সুরজের, প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে বাংলার রান ৬

আজ থেকে শুরু হয়েছে রঞ্জিট্রফির ম্যাচ। প্রথম দিনের ম্যাচে বল হাতে দাপট বাংলার সুরজ সিন্ধু জসওয়ালের। একাই নেন ৬ উইকেট। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার রান ১ উইকেট হারিয়ে ৬। হরিয়ানা প্রথম ইনিংসে করে ১৫৭।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইন ইনিংসে ১৫৭ রান করে হরিয়ানা। সৌজন্যে সুরজ। তাঁর বোলিং-এর দাপটে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি হরিয়ানার ব্যাটাররা। তবে লড়াই চালান অঙ্কিত কুমার । ৫৭ রান করেন তিনি। ২১ রান করেন লক্ষ্য দালাল। ২৪ রান করেন নিশান্ত সিন্ধু। ৬ উইকেট নেন সুরজ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং মহম্মদ কাইফ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ১ রানে আউট হন ঋত্বিক চট্টোপাধ্যায়। ক্রিজে রয়েছেন অঙ্কিত চট্টোপাধ্যায় এবং রোহিত কুমার। শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপরা এই ম্যাচে নেই।

আরও পড়ুন- কেন খেলেলননি শামি, মুখ খুললেন সূর্য