আবাসন হেলে পড়ার ঘটনায় এবার নতুন সংযোজন তপসিয়া

কলকাতা পুরসভা স্থানীয় কাউন্সিলের কাছে ওই ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চেয়েছে

একের পর এক আবাসন হেলে পড়ার ঘটনায় এবার নতুন সংযোজন তপসিয়া( tapsia)। ফের খাস কলকাতায় একটি আবাসনের গায়ে হেলে পড়েছে আরও একটি বহুতল। কয়েকটি বিম দিয়ে দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেই বিমগুলির উপর নির্ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি।রীতিমতো আতঙ্কে দুই আবাসনের বাসিন্দারা। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা স্থানীয় কাউন্সিলের (counsilor) কাছে ওই ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চেয়েছে।

ঘটনাস্থল কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেন। স্থানীয়রা জানিয়েছেন, বছর আটেক আগে হেলে পড়া আবাসনটি তৈরি হয়। দুটি আবাসন এতটাই কাছাকাছি যে বহুতলটি হেলে পড়ায় লোহার বিম দিয়ে পাশের আবাসনের সঙ্গে ঠেকনা দেওয়া হয়েছে। প্রায় প্রতিটি তলায় বিম রয়েছে। নিচ থেকে উপরের দিকে তাকালে দুটি আবাসন যে আরও কাছিকাছি এসে পড়েছে, তা দেখা যাচ্ছে। যত ওপরের দিকে তাকানো হচ্ছে, তত সেই দূরত্ব আরও কমেছে।