Monday, August 25, 2025

মহা কুম্ভের মায়া! কিন্নর আখড়ায় বলিউড নায়িকা মমতা কুলকার্নি হলেন যামাই নন্দগিরি

Date:

প্রয়াগরাজে মহাকুম্ভে ডুব দিতে দেশ বিদেশের চমকে দেওয়া ব্যক্তিত্বকে দেখা গিয়েছে। সবাই এসেছেন কিছু পাওয়ার আশায়। কিন্তু মহা কুম্ভে (Maha Kumbh) এসে ত্যাগ! তাও আবার বলিউডের গ্ল্যামার ছেয়ে সোজা সন্ন্যাস! হ্যাঁ, তেমনটাই করে ফ্যানদের মনে বিরাট আঘাত দিলেন মমতা কুলকার্নি (Mamata Kulkarni)। বলিউড তো দূরের কথা, তিনি না কি আর সংসারের সঙ্গেই সম্পর্ক রাখবেন না। শুক্রবারই মহা কুম্ভে তাঁর সন্ন্যাস (Sannyas) গ্রহণের প্রক্রিয়া শেষ হয়।

মহা কুম্ভের কিন্নর আখড়ার (Kinnar Akhara) সঙ্গে না কি এক সময়ের চোখ ধাঁধানো নায়িকা মমতা কুলকার্নি প্রায় দেড় বছর ধরে যোগাযোগ রাখছিলেন। কিন্নর সম্প্রদায়ের পক্ষ থেকে মহা কুম্ভকে বেছে নেওয়া হয় মমতার সন্ন্যাস গ্রহণের মঞ্চ হিসাবে। সেই মতো শুক্রবারই প্রয়াগরাজে (Prayagraj) সঙ্গম ঘাটে নিজের পিণ্ডদান করেন। এরপরেই সম্পন্ন হয় সন্ন্যাসে (Sannyas) পরিবর্তনের প্রক্রিয়া।

আশিক আওয়ারা বা করণ অর্জুনের মতো সিনেমায় দর্শকদের ‘মন ভালো করা’ পার্ফর্মেন্স দিয়ে এখন ৫২-তে মমতা কুলকার্নি। তবে নিছকই সব মায়া ত্যাগ, না সবটাই প্রচারের আলোয় আসা – তা নিয়ে জল্পনা থাকছেই। তবে এদিন কিন্নর আখড়ায় মাথায় দুধ ঢেলে সামাজিক পরিবর্তনের সময় চোখে জল দেখা যায়। যদিও এই পদক্ষেপই তিনি চেয়েছিলেন বলে দাবি সূত্রের।

কিন্নর আখড়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর সন্ন্যাস গ্রহণ সম্পূর্ণ। আখড়ার নিয়ম অনুযায়ী, তিনি যে কোনও লিঙ্গ নির্বাচন করতে পারেন নিজের পছন্দ মতো। এই পরিবর্তনে তিনি নিজের অতীত সত্ত্বাকে বিসর্জন দেওয়ায় তাঁর নামকরণও হয়েছে নতুন করেন। তাঁকে নাম দেওয়া হয়েছে – শ্রী যামাই মমতা নন্দগিরি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version