Thursday, August 21, 2025

২৬/১১ মুম্বই হামলার অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত আমেরিকার 

Date:

২৬/১১ মুম্বই হামলার (Mumbai attack on 26/11) অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে (Tahawwur Hussain Rana) ভারতে পাঠাচ্ছে আমেরিকা। অভিযুক্তকে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court)।এই ঘটনা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে মুম্বই হামলা অভিযুক্ত রানাকে ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। সেই হামলার ঘটনায় ৬ জন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় সেদেশের আদালত। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং জামিনে ছাড়া পান অভিযুক্ত। ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন।আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে বার বার প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। এবার ট্রাম্প মসনদে বসার পরই বড় সিদ্ধান্ত নিল মার্কিন মুলুক। যদিও গত বছর অগস্টেই মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। আর এবার তাতেই সিলমোহর দিল শীর্ষ আদালত।এই মামলার আইনজীবী উজ্জ্বল নিকম জানান, মার্কিন সুপ্রিম কোর্ট রানার আবেদন খারিজ করে দিয়েছে। কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য এটি বিরাট জয়। কবে রানাকে নিজেদের হেফাজতে পাবে ভারত তা এখনও স্পষ্ট নয়।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version