Tuesday, August 26, 2025

আরজি কর-কাণ্ড: ইভেন্ট ম্যানেজারদের দিয়ে এ যেন সাজানো চিত্রনাট্য!

Date:

এই চিত্রনাট্য হার মানাবে যেকোনও জনপ্রিয় ওয়েব সিরিজকেও। যেভাবে স্ক্রিপ্ট তৈরি হয়েছিল আর সামনের সারিতে যেসব অভিনেতা ছিল নিঃসন্দেহে তারা প্রতিযোগিতায় ফেলে দিতে পারে মঞ্চের অভিনেতাদের। আসলে এরা কিন্তু ডাক্তার। মানে জুনিয়র ডাক্তার। বা বলা ভাল ডাক্তারির ছাত্র। এরাই যে কায়দায় আন্দোলনের নামে দিনের পর দিন ফুটেজ খেয়েছে এবং বিশ্বাসযোগ্যভাবে অবিশ্বাস্য অভিনয় করেছে, তাতে বেবাক বেকুব বনেছেন বাংলার মানুষ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কার্যত আন্দোলনের প্রোমোশন করানো হয়েছে। যে কায়দায় নতুন ছবির প্রোমোশন হয় বলিউড ও টলিউডে, অনেকেটা সেই কায়দায় পেশাদার সংস্থাকে দিয়ে সবটা করা হয়েছে। আর এসব করতে বাজার থেকে তোলা হয়েছে কোটি কোটি টাকা। এই তোলাবাজির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ক্রাউড ফান্ডিং’।

একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কাজে লাগানো হয়েছিল গোটা এপিসোডে। তাদেরই একটির কর্ণধার অর্ণব পাল বলছেন, একবার তাঁকে পেমেন্ট করা হয় ৫০ হাজার টাকা। আর একবার দেওয়া হয় ১ লক্ষ ১৬ হাজার টাকা। এছাড়া জিএসটি বাবদ দেওয়া হয়েছিল আরও ৫,৪০০ টাকা। সব টাকাটাই তাঁকে নগদে নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। এটা তো গেল একটি সংস্থার কথা। এরকম আরও অনেক সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তাদের যে নগদেই বিল মেটানো হয়েছে তা ক্রমশ প্রকাশ্য। তার কারণ দেড় মাসেরও বেশি সময় ধরে ম্যারাপ বেঁধে তাতে পাখা, আলো, মাইক, ক্যামেরা, ড্রোন, জলের ব্যবস্থা-সহ দামি রেস্তোরাঁ থেকে খাবার আনা এবং এই সব করতে গিয়ে দিনের পর দিন প্রায় ৫০ জনের মতো কর্মী টানা কাজ করে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের দক্ষিণা দেড় লক্ষ হতে পারে না। এটা ছেলে ভোলানোর খেলা। খরচ হয়েছে এর ২০০ গুণ বেশি টাকা। তা না হলে চিত্রনাট্য অনুযায়ী একটার পর একটা নিখুঁত এপিসোড নামানো সহজ ছিল না। আরজি কর আন্দোলনের নামে, উই ওয়ান্ট জাস্টিস ট্যাগ লাইন দিয়ে শহরে কার্যত বিশৃঙ্খলার দোকান খোলা হয়েছিল। আর সেখানে একাধিক নিখুঁত অভিনয়ে মিডিয়াতে বিক্রি করা হয়েছে সেন্টিমেন্টের সুড়সুড়ি। বিচারের নামে চোখে গ্লিসারিন দিয়ে কেঁদেকেটে পেশ করা হয়েছে সহানুভূতির জম্পেশ আইটেম। শুধু মাটিতে থাকা ক্যামেরা নয়, ড্রোন উড়িয়ে আরও জমজমাট আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু ফোর্ট উইলিয়ামের কাছাকাছি এলাকায় ড্রোন ওড়াতে চাননি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্তারা। নৈরাজ্য সৃষ্টির জন্য যা-যা আইটেম প্রয়োজন তার সবটাই সাজিয়ে-গুছিয়ে বসা হয়েছিল। দোকানে বিক্রিবাট্টাও খারাপ হচ্ছিল না। কিন্তু একে একে গোপন সব তথ্য সামনে আসতে থাকায় মানুষ বুঝতে পারেন, এ আসলে স্রেফ নৈরাজ্য সৃষ্টি এবং লুটে-পুটে খাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয়। তাই এখন জুনিয়র ডাক্তাররা যতই মিছিল-মিটিং করুক না কেন, সেখানে মানুষের উপস্থিতি থাকে না।

আরও পড়ুন- আর অপেক্ষা নয়! এবার ক্যাজুয়াল- চুক্তিভিত্তিক – দৈনিক ভাতার কর্মীরা অনলাইনেই পাবেন অবসরকালীন অনুদান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version