কুয়াশা কাটিয়ে ফিরছে শীত! সোমবার থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস 

সাধারণতন্ত্র দিবসের (Republic day) সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হতে শুরু করেছে আকাশ। গত দুদিনের তুলনায় রবিবাসরীয় শহরে সর্বনিম্ন পারদের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও রাতের দিকে তা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার সবচেয়ে ঠান্ডা অনুভূত হয়েছে পুরুলিয়ায় । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ডিগ্রি সেলসিয়াস । অন্যান্য জায়গায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ছিল। উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল মাজিহানে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, সোমবার থেকে শীত ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে না।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । যদিও কলকাতায় কুয়াশার দাপট সেভাবে থাকবে না। হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটতে শুরু করায় উত্তরের ঠান্ডা বাতাস ফের ঢুকতে শুরু করবে । ফলে আজ থেকেই পারদ পতন হবে। যদিও তা সরস্বতী পুজো পর্যন্ত স্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি।