দিল্লির ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে গুজরাট-সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনী। যা নিয়ে এবার কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল(arvind kejriwal)। তার অভিযোগ, একদিন আগেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। আবার অদ্ভুতভাবে সেই কমিশনই এবার দিল্লির ভোটের(Delhi election)জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে।

যদিও এর যুক্তিপূর্ণ জবাব দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি বলেছেন, নির্বাচন কমিশন দিল্লির ভোটের জন্য অন্যান্য রাজ্য থেকে পুলিশ চেয়েছে। তবে কেজরিওয়াল শুধু কেন গুজরাটের(gujrat )নাম নিলেন? কেজরিওয়ালের উদ্দেশে হর্ষ বলেন, আমি বিস্মিত আপনি নির্বাচন কমিশনের নিয়ম জানেন না দেখে। কমিশন শুধু গুজরাট নয়, বিভিন্ন রাজ্য থেকেই পুলিশ চায়। তাদের অনুরোধেই গুজরাট থেকে আট কোম্পানি এসআরপি বাহিনী পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির ভোটে ভিনরাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে। গুজরাট থেকে আসা পুলিশকর্মীদের পেট্রলিং, খানাতল্লাশি এবং ইভিএমের নিরাপত্তায় ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

–

–

–

–

–
–

–
