Friday, January 30, 2026

আজ ঘরের মাঠে মোহনবাগানের সামনে বিএফসি, বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে বেঙ্গালুরু এফসি। চলতি আইএসএলে মোহনবাগান যে দু’টি ম্যাচ হেরেছে, তার একটি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ঠিক ১১৯ দিন আগে কান্তিরাভায় সুনীল ছেত্রীদের ডেরায় ডুবেছিল পালতোলা নৌকা। তবে তিন গোলে হতশ্রী হারের জবাব দেওয়ার সুযোগ সোমবারের ফিরতি লড়াইয়ে। ঘরের মাঠে বদলার ম্যাচের জন্য তৈরি সবুজ-মেরুন ব্রিগেড। বেঙ্গালুরু ভাল জায়গায় নেই। শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হার। তবে অধিনায়ক সুনীল তাঁর সেকেন্ড হোমে ব্লুজদের জয়ের সরণিতে ফিরিয়ে খেতাবি লড়াইয়ে রাখার চেষ্টা করবেন। তাই বাগান রক্ষণকে সতর্ক থাকতে হবে।

নিয়মিত গোল করছেন সুনীল। পাশে দুরন্ত আলবার্তো নগুয়েরাও। সুনীল, নগুয়েরাদের প্রভাব নিয়ে মোহনবাগান কোচ জোসে মোলিনা বলেন, ‘‘সুনীল বড় খেলোয়াড়। অনেক অভিজ্ঞ। ওকে মাথায় রাখতে হবেই। তবে শুধু সুনীল নয়, পুরো বেঙ্গালুরু টিমকে নিয়েই আমাদের পরিকল্পনা থাকবে। নগুয়েরাও ভাল খেলছে। কিন্তু আমাদের কাজটা করে জেতে হবে। শুধু রক্ষণে নয়, সব জায়গায় ভাল খেলতে হবে। বেঙ্গালুরুর মাঠে কী হয়েছিল তা মাথায় রাখছি না।“

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে ৯ পয়েন্টে পিছিয়ে। সমসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া কার্যত মোহনবাগানের (৩৭ পয়েন্ট) ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। বেঙ্গালুরু দ্বৈরথে পুরো পয়েন্ট না পেলে লিগ-শিল্ড জয়ের লড়াইয়ে চাপ বাড়বে মোলিনার টিমের উপর।

শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে মোহনবাগান। চেন্নাইয়ানের বিরুদ্ধে মোলিনার অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার মাশুল দিতে হয়েছে দলকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে নিশ্চয়ই আর একই ভুল করবেন না বাগান কোচ। তবে লিস্টন কোলাসোর জায়গায় লেফট উইংয়ে আশিক কুরুনিয়নের শুরু করার সম্ভাবনা রয়েছে। চোটমুক্ত আশিক ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি, জানিয়ে দিয়েছেন মোহনবাগান কোচ। রক্ষণে বদল আনতেই হচ্ছে মোলিনাকে। কার্ড সমস্যায় রাইট ব্যাক আশিস রাই না থাকায় বঙ্গসন্তান দীপেন্দু বিশ্বাস সম্ভবত খেলবেন। বাকি তিন ডিফেন্ডার আলবার্তো, টম অলড্রেড ও অধিনায়ক শুভাশিস। চেন্নাইয়ান ম্যাচে বুকে চোট পাওয়া গোলকিপার বিশাল কাইথ রবিবার অনুশীলন করেছেন। বিশালের খেলার ব্যাপারে কোচ আশাবাদী।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...