Saturday, November 15, 2025

বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভার বৈঠকে ৬০ নিয়োগে অনুমোদন, BGBS নিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

বিধানসভায় বাজেট (Budget) অধিবেশন শুরু হবে ১০ ফেব্রুয়ারি। তার আগে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন বিষয়ক দফতরে ৬০ জন নিয়োগে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী দেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। পাশাপাশি সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে। সেইক্ষেত্রে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক মাপজোকের ক্ষেত্রে ন্যূনতম শর্তপূরণ না করলেও তাঁদের ছাড় দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর: পঞ্চদশ অর্থ কমিশন: বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য

১২ ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট (Budget)। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা (Assembly) নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ, আগামী বছর ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে সরকারকে। তার আগেই নিয়োগে গ্রিন সিগন্যাল মিলল।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে ৫-৬ ফ্রেব্রুয়ারি। বাণিজ্য সম্মেলন সুষ্ঠু ও সর্বাঙ্গ সুন্দর করার লক্ষ্যে রাজ্যের সমস্ত দফতরকে এদিন একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট দফতরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলেন তিনি।

পাশাপাশি, সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় মন্ত্রীদের নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, “সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনও সমস্যা হলে প্রশাসনকে খবর দিন।“

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version