স্যানিটারি প্যাড চাইতেই শাস্তি! যোগীরাজ্যে প্রিন্সিপালের ‘কীর্তি’তে শুরু তদন্ত

প্রিন্সিপালের (principal) কাছে স্যানিটারি প্যাড (sanitary pad) চাইলে তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক তাঁকে ক্লাসরুমের বাইরে

0
1

স্যানিটারি প্যাড চাওয়া শিক্ষকের কাছে অপরাধ! শাস্তিও পেল ছাত্রী! কী শাস্তি পেল? বালিকাকে ঘণ্টাখানেক ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হল। কিন্তু তারপরেও সে পেল না স্যানিটারি প্যাড (sanitary pad)। আজব কীর্তি সেই যোগীরাজ্যেই! ঘটনাটি ঘটেছে শনিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক স্কুলে।

স্কুলে থাকাকালীন একাদশ শ্রেণীর ছাত্রীর শুরু হয় মাসিক রক্তস্রাব। তখনই সাহায্য চায় প্রিন্সপালের কাছে। অভিযোগ, ছাত্রীকে তো স্যানিটারি প্যাড দেওয়াই হয়নি উপরন্তু তাকে উপেক্ষা করা হয়। মেয়েটির বাবার অভিযোগ, এদিন পরীক্ষা ছিল তার মেয়ের। তার মধ্যেই মাসিক রক্তস্রাব শুরু হয় তার। বুঝতে পেরে সে প্রিন্সিপালের (principal) কাছে স্যানিটারি প্যাড (sanitary pad) চাইলে তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক তাঁকে ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়া রাখা হয়।

মেয়ের মুখে সমস্ত কথা শুনেই বাবা লিখিত অভিযোগ দায়ের করেন জেলা শাসক, জেলা স্কুল পরীক্ষক, রাজ্য মহিলা কমিশন, এবং মহিলা কল্যাণ অধিদফতরে। জেলা স্কুল পরীক্ষক দেবকী নন্দন জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে।