Monday, August 25, 2025

দিল্লি দলের সঙ্গে অনুশীলন কোহলির, ফেরালেন রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব

Date:

হাতে আর মাত্র একদিন । তারপর প্রায় ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন কোহলি। আজ দিল্লি দলের সঙ্গে অনুশীলনও সারেন বিরাট। সূত্রের খবর, রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার দেওয়ার প্রস্তাব যায় বিরাটের কাছে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন কোহলি। রঞ্জিট্রফির ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সি আয়ুষ বাদোনি।

দিন কয়েক আগেই ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিজের প্রস্তুতিও শুরু করেছিলেন কোহলি। বিরাট ঘাড়ের চোটের কারণে রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। কোহলি শেষ বার দিল্লির হয়ে খেলেছিলেন ২০১২ সালে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। সেইমত রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিলদের গত ম্যাচে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু তখন রঞ্জিতে ঘাড়ে ব্যাথার কারণে নামেননি কোহলি। তবে এবার নামছেন বিরাট। কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না পন্থকে। অপরদিকে মুম্বইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জসওয়াল এবং শ্রেয়স আইয়ারও। তাঁরা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার প্রস্তুতি নেবেন। তবে কোহলি এবং কে এল রাহুল রঞ্জি খেলবেন। তাঁরা আগের ম্যাচটি খেলেননি। সেই কারণেই কোহলি দিল্লির হয়ে এবং রাহুল কর্নাটকের হয়ে খেলতে নামবেন।

আরও পড়ুন- ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version