Saturday, May 3, 2025

দিল্লি দলের সঙ্গে অনুশীলন কোহলির, ফেরালেন রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব

Date:

হাতে আর মাত্র একদিন । তারপর প্রায় ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন কোহলি। আজ দিল্লি দলের সঙ্গে অনুশীলনও সারেন বিরাট। সূত্রের খবর, রঞ্জিতে নেতৃত্ব দেওয়ার দেওয়ার প্রস্তাব যায় বিরাটের কাছে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন কোহলি। রঞ্জিট্রফির ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সি আয়ুষ বাদোনি।

দিন কয়েক আগেই ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে নিজের প্রস্তুতিও শুরু করেছিলেন কোহলি। বিরাট ঘাড়ের চোটের কারণে রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। কোহলি শেষ বার দিল্লির হয়ে খেলেছিলেন ২০১২ সালে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। সেইমত রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিলদের গত ম্যাচে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু তখন রঞ্জিতে ঘাড়ে ব্যাথার কারণে নামেননি কোহলি। তবে এবার নামছেন বিরাট। কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না পন্থকে। অপরদিকে মুম্বইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জসওয়াল এবং শ্রেয়স আইয়ারও। তাঁরা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার প্রস্তুতি নেবেন। তবে কোহলি এবং কে এল রাহুল রঞ্জি খেলবেন। তাঁরা আগের ম্যাচটি খেলেননি। সেই কারণেই কোহলি দিল্লির হয়ে এবং রাহুল কর্নাটকের হয়ে খেলতে নামবেন।

আরও পড়ুন- ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version