Thursday, November 6, 2025

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারী ১২ জনকে বরখাস্ত করল মার্কিন প্রশাসন

Date:

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকেই একের পর এক পরিবর্তনের কাজ করে যাচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(DONALD TRUMP) বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা বেশ কয়েক জন আধিকারিককে বরখাস্ত করল আমেরিকার বিচার বিভাগ।সোমবার বরখাস্ত হওয়া প্রত্যেক আধিকারিকের কাছে গিয়েছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির একটি চিঠি। তাতে স্পষ্ট বলা হয়েছে, ট্রাম্পের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে তাদেরকে আর ‘বিশ্বাস’ করা যাচ্ছে না।চিঠিতে লেখা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের মনে হয় না, আমেরিকার বিচার বিভাগ প্রেসিডেন্টের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে আপনাদের উপর আর আস্থা রাখতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল পদে নিযুক্ত হয়েছিলেন জ্যাক স্মিথ। তার উপরেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্তভার। পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। যদিও ট্রাম্পের শপথের আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন স্মিথ। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায় তদন্তও। এ বার সেই মামলার সঙ্গে যুক্ত অন্তত ১২ জনকে বরখাস্ত করল ট্রাম্পের বিচার বিভাগ। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।ওয়াকিবহালমহলের মত, সেই কারণেই  বরখাস্ত করা হয়েছে ওই আধিকারিকদের।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version