Monday, January 19, 2026

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত একাধিক, শাহি স্নান বন্ধের সিদ্ধান্ত!

Date:

Share post:

প্রয়াগরাজে মহাকুম্ভে (mahakumbh) চূড়ান্ত বিশৃঙ্খলা, মৌনী অমাবস্যায় শাহি স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত একাধিক। প্রশাসন সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলছে উদ্ধারকাজ। ঘটনার জেরে আপাতত শাহি স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলির। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী (Ravindra Puri)এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দুর্ঘটনার খবর জানার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদির(Narandra Modi)। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মনে। বুধবার সকালেও হুড়োহুড়ি অব্যাহত। ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছে র‌্যাফ।অগ্নিকাণ্ডের পর পদপিষ্টের ঘটনা— ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের কুম্ভমেলার নিরাপত্তা ব্যবস্থা।

মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেনী সঙ্গমে স্নান করার জন্য মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমতে থাকে মহাকুম্ভে। অথচ সেই মতো প্রশাসনিক ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ। বিকেলের দিকে ভেঙে যায় ব্যারিকেড। রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। আতঙ্কিত পুণ্যার্থীরা বলছেন প্রায় কয়েক কোটি মানুষের সমাগম হয়েছে। অথচ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ভিড়ের মধ্যে আচমকাই ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকেই আটকেই পড়েন। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে একাধিকের মৃত্যুর খবর জানা যাচ্ছে। যদিও যোগী সরকারের তরফে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি।আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার মধ্যরাতে ত্রিবেণী সঙ্গমের দুর্ঘটনার পরই দ্রুত সেখানে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।এ ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, NSG টিম রয়েছে। সকালেও চলছে উদ্ধারকাজ।আপাতত সঙ্গমে স্নান করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি। এহেন পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...