Sunday, May 4, 2025

রঞ্জি ম্যাচে মাঠে ঢুকে বিরাটকে প্রণাম এক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে। এমনকি বিরাটকে প্রণাম করার জন্য নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কোহলিকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

এদিন দিল্লি-রেলওয়েজের ম্যাচে দেখা যায় , ম্যাচ চলাকালীন একজন সটান ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের টপকে মাঠে নেমেই দৌড়তে থাকেন। সেই সময়ে বিরাট ফিল্ডিং করছিলেন স্লিপে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। গোটা ঘটনায় বেশ চমকে যান বিরাট। দুহাত দিয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেন। তাতেও অবশ্য কোন লাভ হয়নি। খানিকক্ষণের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে বিরাট রঞ্জি ম্যাচ খেলায় দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে যায়। ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন।

আরও পড়ুন- ঋদ্ধির শেষ ম্যাচে সংবর্ধনা সিএবির, আবেগঘন বার্তা সৌরভের

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version