Tuesday, November 4, 2025

রঞ্জি ম্যাচে মাঠে ঢুকে বিরাটকে প্রণাম এক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে। এমনকি বিরাটকে প্রণাম করার জন্য নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কোহলিকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

এদিন দিল্লি-রেলওয়েজের ম্যাচে দেখা যায় , ম্যাচ চলাকালীন একজন সটান ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের টপকে মাঠে নেমেই দৌড়তে থাকেন। সেই সময়ে বিরাট ফিল্ডিং করছিলেন স্লিপে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। গোটা ঘটনায় বেশ চমকে যান বিরাট। দুহাত দিয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেন। তাতেও অবশ্য কোন লাভ হয়নি। খানিকক্ষণের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে বিরাট রঞ্জি ম্যাচ খেলায় দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে যায়। ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন।

আরও পড়ুন- ঋদ্ধির শেষ ম্যাচে সংবর্ধনা সিএবির, আবেগঘন বার্তা সৌরভের

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version