Wednesday, August 27, 2025

গুণমান পরীক্ষায় ডাহা ফেল, এবার কালো তালিকাভুক্ত ফার্মা ইমপেক্সের স্যালাইন!

Date:

স্যালাইনের সমস্যা পিছু ছাড়ছে না। রাজ্যের হাসপাতালে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিয়ে তোলপাড়ের পরই,তাদের কালো তালিকাভুক্ত করেছিল স্বাস্থ্য দফতর। তাদের পরিবর্তে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। বারুইপুরের এই সংস্থার কারখানায় জোরকদমে উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু গুণমান পরীক্ষার মান টপকাতে পারল ফার্মা ইমপেক্সের স্যালাইন। যার জেরে এই সংস্থার স্যালাইনও নিষিদ্ধ ঘোষণা করা হল।

জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হঠাৎই হানা দেন স্যালাইন উৎপাদন কারখানায়। গুণমান পরীক্ষা করার পর তারা জানিয়ে দেন, ফার্মা ইমপেক্সের স্যালাইনেও সমস্যা রয়েছে। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।পরপর দুটি কোম্পানির স্যালাইন নিষিদ্ধ হওয়ায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা নিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের।

দিনকয়েক আগে মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে অভিযোগ উঠেছিল, স্যালাইনের(saline) সমস্যার কারণেই এই বেঘোরে পারাণ দিতে হয়েছে। বিষয়টি এতদূর গড়ায় যে, সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য।এরই পাশাপাশি, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসেবে স্বাস্থ্য দফতর নির্দেশ দেয় যে বারুইপুরের বেসরকারি সংস্থা ফার্মা ইমপেক্সের স্যালাইন সমস্ত হাসপাতালে ব্যবহার করতে হবে। তারও গুণমান ঠিক না থাকায় বাতিল করা হয়েছে। জরুরী বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।এরপরই হাসপাতালগুলির কাছে জানতে চাওয়া হয়েছে, ওই দুটি সংস্থা ছাড়া আর কোন কোন সংস্থার কতগুলি স্যালাইন তাদের কাছে রয়েছে। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা হওয়ায় রীতিমতো সিঁদূরে মেঘ দেখছে স্বাস্থ্য দফতর।কীভাবে এই সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব সেটাই তাদের কাছে এখন বড় প্রশ্ন। কারণ যে কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে, তার প্রাথমিক চাহিদাই থাকে স্যালাইন। তাতেই গলদ দেখা দেওয়ায় চিন্তিত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version