Thursday, December 11, 2025

ঋদ্ধির বিদায় ম্যাচে জয় পেল বাংলা, ম্যাচের সেরা সুরজ

Date:

Share post:

ঋদ্ধিমান সাহার বিদায় ম্যাচে জয় পেল বাংলা। এদিন রঞ্জিট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে এক ইনিংস এবং ১৩ রানে জয় পেল বঙ্গ ব্রিগেড। ম্যাচের নায়ক হলেন তরুণ তুর্কি সুরজ সিন্ধু জসওয়াল। শতরানের পাশাপাশি আট উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। এটাই ছিল ক্রিকেটার ঋদ্ধির শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে পাপালিকে উপহার দিতে চেয়েছিল অনুষ্টুপ মজুমদার , সুদীপ চট্টোপাধ্যায়রা, আর সেটাই হল। এদিকে জয় পেলেও রঞ্জি থেকে ছিটকে গেল বাংলা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়েই শেষ বাংলার এ বারের রঞ্জি। গ্রুপে কেরল সাত ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে বঙ্গ শিবির। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান সুরজ। ১১১ রান করেন তিনি। ৫৫ রান করেন সুমন্ত গুপ্ত। ৫২ রান করেন অভিষেক পোড়েল। পাঞ্জাবের হয়ে ৪ উইকেট নেন গুরনুর। ৩ টি উইকেট নেন সাহিল খান। একটি করে উইকেট নেন আরাধ্য এবং মারকান্ডে। দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব শেষ ১৩৯ রানে। সেই ইনিংসেও চার উইকেট সুরজের। তিনটি উইকেট নেন সুমিত মোহান্ত। এবং দু’টি উইকেট নেন মহম্মদ কাইফ। ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব ১৯১ রান করে। সেই ইনিংসে ৪ উইকেট নেন সুরজ।

এদিকে ঋদ্ধিমান সাহা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এ বারের রঞ্জি ট্রফি শেষ হলেই তিনি অবসর নেবেন। সেই মত পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল বাংলার। সেই ম্যাচ খেলেই অবসর নিলেন তিনি। এই ম্যাচের প্রথম দিনেই ঋদ্ধিকে সংবর্ধনা দেয় বাংলার ক্রিকেট সংস্থা। দলের তরফে সকলের সই করা জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে।

আরও পড়ুন- কোন নিয়মে শিবমের জায়গায় হর্ষিত , মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...