Tuesday, November 11, 2025

সরকারি পদের লোভেই বিজেপির কারচুপিতে মদত দিচ্ছেন নির্বাচন কমিশনার! তোপ কেজরির

Date:

বুধবার দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে কাঠগড়ায় তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিশানা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ অবসরের পরে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কোন সরকারি পদ পাবেন ? সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল৷

কেজরিওয়ালের অভিযোগ, কমিশনের নিষ্ক্রিয়তায় দিল্লি ভোটের আগে গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি৷ সোমবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে কেজরিওয়াল বলেন, বিজেপির সামনে যেভাবে আত্মসমর্পণ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তা অত্যন্ত লজ্জাজনক৷ দেশের গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এই অধ্যায়৷ এর পরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে, চলতি মাসেই নির্ধারিত অবসরের পরে বড় কোনও সরকারি পদে অভিষিক্ত হবেন কি মুখ্য নির্বাচন কমিশনার? নির্বাচন কমিশনের পরোক্ষ মদতেই দিল্লিতে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে৷ এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য দিল্লিবাসীর কাছে আবেদনও করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর নেবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷ তার আগে ৫ তারিখেই হয়ে যাবে দিল্লির বিধানসভা নির্বাচন, ফল প্রকাশও হয়ে যাবে ৮ ফেব্রুয়ারি৷ এই আবহে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, দিল্লিতে হোম ভোটিং-র নাম করে বড় ষড়যন্ত্র এবং রাজনৈতিক কারচুপি করছে বিজেপি৷ কেজরিওয়ালের দাবি অনুযায়ী, বিজেপির কর্মীরা দিল্লির বিভিন্ন এলাকার জুগ্গিতে থাকা ভোটারদের হোম-ভোটিং-এ ভোট দানের নাম করে তাদের হাতের আঙুলে আসল কালি লাগিয়ে দেবে৷ ফলে ৫ তারিখে বুথে গিয়ে এরা ভোট দিতে পারবেন না৷ আপ সুপ্রিমোর দাবি, কারচুপির বিষয়ে সব তথ্য জানার পরেও চুপ করে আছে জাতীয় নির্বাচন কমিশন৷

আরও পড়ুন- সদুত্তর নেই! অভিষেকের লিখিত প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য দিতে পারল না মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version