মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির, দলে ভারতের চার

Date:

গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল। আর এদিনই এল বড় খবর। আজ মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আর সেখানেই জায়গা পেলেন ভারতের চার ক্রিকেটার। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় বার মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল ভারত।

এদিন আইসিসি যে দল ঘোষণা করেছে, সেখানে ভারতের রয়েছে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া গোঙ্গাদি তৃষা। তিনি ছাড়া ভারতের আরও তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন । তাঁরা হলেন জি কমলিনি, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। প্রথমেই নাম রয়েছে তৃষার। প্রতিযোগিতায় তিনি ৩০৯ রান করেছেন। তাঁর গড় ৭৭.২৫। স্ট্রাইক রেট ১৪৭.১৪। সর্বোচ্চ অপরাজিত ১০০। ব্যাটিং অর্ডারের চার নম্বরে রয়েছে কমলিনির নাম। প্রতিযোগিতায় তিনি ৩৫.৭৫ গড়ে ১৪৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১০৪.৩৭। প্রথম একাদশে ভারতের চারজন ছাড়া আছেন রানার্স দক্ষিণ আফ্রিকার দু’জন। ইংল্যান্ডের দু’জন, অস্ট্রেলিয়ার একজন, নেপালের একজন এবং শ্রীলঙ্কার একজন ক্রিকেটার। দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার।

একনজরে আইসিসির নির্বাচিত দল: গোঙ্গাদি তৃষা (ভারত), জিমা বোথা (দক্ষিণ আফ্রিকা), ড্যাভিনা পেরিন (ইংল্যান্ড), জি কমলিনি (ভারত), কাওইমে ব্রে (অস্ট্রেলিয়া), পূজা মাহাতো (নেপাল), কায়লা রেইনেকে (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), কেটি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক), আয়ুষী শুক্লা (ভারত), চামোদি প্রাবোদা (শ্রীলঙ্কা), বৈষ্ণবী শর্মা (ভারত), এনথাবিসেং নিনি (দক্ষিণ আফ্রিকা, দ্বাদশ ব্যক্তি)।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Related articles

অপপ্রচার বরদাস্ত নয়, পদক্ষেপের পথে ফেডারেশন

আন্তর্জাতিক মে দিবসে টালিগঞ্জ টেকনিশিয়ানস স্টুডিওতে 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র মেগা বৈঠক। রুটি-রুজির স্বার্থে...

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাস

প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ড. গিরিজা ব্যাস। গত...

শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সারি সারি গাঁদা ফুলের মালা দিয়ে অপূর্ব সাজে ইতিমধ্যেই সেজে উঠল কেদারনাথ মন্দির।...

কেন্দ্রের শ্রম বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধীনীতির বিরুদ্ধে। এভাবেই আন্তর্জাতিক...
Exit mobile version