হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ । আর এই সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে নেই টিম ইন্ডিয়ার তারকা বোলার যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে বিসিসিআই থেকে যে দল ঘোষণা করেছে , সেখানে নাম নেই বুমরাহর। তবে দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী।

জানা যাচ্ছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য বুমরাহর বিশেষ বুলেটিন বের করা হবে। বুমরাহর পিঠে ব্যথার কী অবস্থা, তারপরই পুরোপুরি জানা যাবে। বুমরাহকে নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, “বুমরাহকে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডেতে খেলবে না বুমরাহ। আমরা ওর শারীরিক অবস্থার উপর নজর রাখছি। আশা করছি এর মধ্যেই আমরা বিস্তারিত জানাতে পারব।“ তবে এরপরই প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন ভারতীয় দলের তারকা পেসার? চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রয়েছেন বুমরাহ। সেই দলে অবশ্য বদল আনা যাবে। কিন্তু তার জন্য সময় আছে মাত্র এক সপ্তাহ।

বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর শারীরিক পরীক্ষা হয়।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৫০ ওভারের ক্রিকেটে দেখে নিতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। বরুণের দল যোগ দেওয়ার কথা জানান হয় বোর্ডের তরফ থেকে।

আরও পড়ুন- সমর্থক ভেবে ঢুকতে দেওয়া হল না টিম ইন্ডিয়ার এই সদস্যকে, পথ আটকালেন পুলিশ

–

–

–

–

–

–
–