Saturday, August 23, 2025

চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

Date:

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে নাও খেলতে পারেন প্যাট কামিন্স।কারণ, তার চোট এখনও সারেনি।  কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এই আশঙ্কার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে পারিবারিক কারণে খেলছেন না কামিন্স। এরই পাশাপাশি, অ্যাঙ্কলের চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এই চোট অনেক পুরোনো।যদিও বর্ডার-গাভাস্কার ট্রফির পর এটি আরও বেড়েছে।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্স যদি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ পর্যন্ত না খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিতে পারেন স্মিথ। নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডও।শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে খেলছেন না, এমন যারা চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন, আগামিকাল বৃহস্পতিবার তাদের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। সেখানে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তাদের মধ্যে কামিন্সের থাকার সম্ভাবনা কম। চোটের সঙ্গে লড়ছেন আরেক পেসার জশ হ্যাজলউডও।ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্যাট কামিন্স কোনও ধরনের বোলিং এখনও শুরু করেননি। ওর খেলার সম্ভাবনা কম। আমাদের একজন অধিনায়ক লাগবে। স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। প্যাটকে ছাড়া আমরা আমাদের দলটাও তৈরি করছি।

হ্যাজলউডও চোটে ভুগছেন। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির ৩ টেস্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টিতে টেস্টে খেলতে পারেননি পায়ের পেশির চোটে। এর আগে অলরাউন্ডার মিচেল মার্শ চোটে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় এখনও অন্য কাউকে নেওয়ার কথা ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। গত রবিবার ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওয়ানডেতে অভিষেক না হলেও বো ওয়েবস্টারের চ্যাম্পিয়নস ট্রফিতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে।শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়, সেই দিকেই তাকিয়ে সবাই।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version