Thursday, August 28, 2025

জেনে বুঝে নির্দেশ দিয়েছি, কোনও পরিবর্তন হবে না: সন্দীপকে ভর্ৎসনা ক্ষুব্ধ বিচারপতির

Date:

ফের বিপাকে আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।আগেই নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সাতদিনের মধ্যে ট্রায়াল শুরুর। সেই নির্দেশ পুর্নবিবেচনার জন্য বুধবার হাইকোর্টে ফের আবেদন করেন সন্দীপ ঘোষ। ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। আদালতে তিনি দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি দিয়েছে সিবিআই।সেই নথি এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। এ দিকে, সন্দীপের এই আবেদনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, সন্দীপ ঘোষ এই নিয়ে দু’বার একই আবেদন করলেন। কেন একই আবেদন।  আমি জেনে বুঝে নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে তিনি বিচারে সহযোগিতা করুন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুর্নীতির মামলা থেকে অব‌্যহতি চেয়ে আদালতে আবেদন জানান আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ‌্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি ছাড়াও বিপ্লব সিং এবং আফসার আলিও এদিন একই আবেদন জানান।  এর আগে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। এবার এই মামলাতেও অব্যাহতি প্রার্থনা করেন। মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যারা অব্যাহতি চান, তারা আবেদন করতে পারবেন। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ(sandeep ghosh)। শুধু তাই নয়, অভিযুক্তরা চার্জ গঠনের জন‌্য অতিরিক্ত সময় চাইলেও তা খারিজ করে দেয় আদালত।

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version