Tuesday, November 4, 2025

BGBS : ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব, স্বাস্থ্যখাতে উন্নতির খতিয়ান পেশ রূপক বড়ুয়ার

Date:

রাজ্যে বেড়েছে হাসপাতালের শয্যা সংখ্যা, মেডিক্যাল কলেজ – বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Business Summit) দ্বিতীয় তথা শেষ দিনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখলেন উডল্যান্ড হাসপাতালের এমডি – CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থা সমাজের এক গুরুত্বপূর্ণ সেক্টর। যেখানে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগের কথাও উল্লেখ করেন তিনি। রূপক জানান, এক দশকে হাসপাতালের বেড বেড়েছে ৫৭ হাজার থেকে ৯৭ হাজার হয়েছে। ১০ থেকে বেড়ে হাসপাতাল হয়েছে ৩০টি। আগে প্রায় ৬৭ শতাংশ নার্স ঝাড়খণ্ড বা ভুবনেশ্বরের কিংবা উত্তরপূর্ব বা দক্ষিণ ভারত থেকে আনতে হত। এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। এখন ৭২ শতাংশ নার্সিং- সংক্রান্ত সাপ্লাই বাংলাতেই মেলে। অর্থাৎ স্বাস্থ্যখাতে এরাজ্য অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই সাধ্যের মধ্যে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা প্রদানে আগ্রহ দেখিয়েছে। এবছরেও এই ভাবনাকে সামনে রেখেই হেলথ সেক্টরগুলিতে কাজ চলছে বলে এই সম্মেলনে জানান রূপক। তিনি ‘স্বাস্থ্যসাথী’র কথা উল্লেখ করে এই প্রকল্পের সাফল্যের কথা সবার সামনে তুলে ধরেন। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে স্বাস্থ্যখাত সম্পর্কিত এক বিশেষ সেশনের আয়োজন করা হয়। যেখানে ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২৩টি LOI ইতিমধ্যেই হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ২০ হাজার অতিরিক্ত কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version