টলিপাড়ায় পরিচালকদের কর্মবিরতির ডাক! অচলাবস্থা কাটাতে শুক্রবার বৈঠকে বসবেন অরূপ

জট তো কাটল না! বরং আরও জটিল হল টলিপাড়ার জট। বৃহস্পতিবার পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের বৈঠকেও সমাধান মিলল না। শেষমেশ আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পরিচালকরা। এহেন পরিস্থিতিতে টলিপাড়ার অচলাবস্থা কাটাতে শুক্রবার সন্ধেয় টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠকে বসছেন অরূপ বিশ্বাস। পরিচালক সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের প্রডিউসার বৈঠকে থাকবেন সূত্রের খবর।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার ডিরেক্টরস গিল্ডের তরফে জানানো হয় যে, ফেডারেশনকে এবং প্রযোজক ব্রডকাস্টারদের এসে বৃহস্পতিবার সন্ধে ৭টার মধ্যে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা বড় পদক্ষেপ করতে পারেন। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকে কোনও সমাধানসূত্রে না হওয়ায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটলেন পরিচালকরা। যদিও এই প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কারন তাঁকে এই কর্মবিরতির প্রসঙ্গে লিখিত আকারে কিছুই দেওয়া হয়নি। কোনও লিখিত অভিযোগ পেলে তিনি প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান।

এদিনের সাংবাদিক বৈঠকে পরিচালকদের তরফে সুদেষ্ণা রায় তাঁদের সমস্ত দাবির কথা জানিয়েছেন। পরিচালকদের দাবি, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কাজ আটকানো হবে না এই গ্যারান্টি দিতে হবে। পাশাপাশি প্রত্যেক পরিচালক বিনা বাধায় যেন কাজ করতে পারে সেই আশ্বাস দিতে হবে। মৌখিকভাবে কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কোনও ব্যক্তিবিশেষের সমস্যার কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে। যতদিন এইসব শর্ত মেনে নেওয়া হবে না, ততদিন কর্মবিরতি চলবে। আগামীকাল পরিচালক সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের প্রডিউসারকে অরূপ বিশ্বাস বাড়িতে ডেকেছেন কথা বলার জন্য, এই তথ্যও জানিয়েছেন সুদেষ্ণা রায়।

আরও পড়ুন- বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদ করতেই গ্রেফতার হুমায়ুন আহমেদের স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_