Tuesday, August 26, 2025

মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোল রুমের নাম্বার প্রকাশ, এসকর্ট করে পরীক্ষার্থীদের পৌঁছাবে বন দফতর

Date:

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে কন্ট্রোল রুমের নাম্বার প্রকাশ করল জেলা প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। শিক্ষা দপ্তর ছাড়াও স্বাস্থ্য, বিদ্যুৎ, দমকল, পরিবহন এবং বনদপ্তরের নাম্বার প্রকাশ করা হয়েছে। মহকুমা এবং ব্লক স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে পরীক্ষা ঘিরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

জেলা কনভেনার সুভাষ হাজরা জানিয়েছেন, “পরীক্ষার দিনগুলি সাউন্ড সিস্টেম পুরোপুরি বন্ধ থাকছে। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্স এবং কম্পিউটার দোকান বন্ধ রাখা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা হলে গাড়ির ব্যবস্থাও করা হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তা সংস্কারের কাজ চললে ওই দিনগুলি কাজ বন্ধ রাখা হবে, যাতে কোনরকম যানজট সৃষ্টি না হয়। অসুস্থ পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে মেডিকেল টিম। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও থাকছে।”

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে বৈঠকে বসেন বনকর্তারা। বন্যপ্রাণ দ্বারা পরীক্ষার্থীর যাতে কোন সমস্যা না হয় তার জন্য বনদফতরকেও সতর্ক করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে চাঁদড়া, পিড়াকাটা, ভাদুতলা, গোদাপিয়াশাল, আড়াবাড়ি, হুমগড়, গোয়ালতোড়, গড়বেতা রেঞ্জের বনকর্মীরা জঙ্গল রাস্তায় পাহারায় থাকার পাশাপাশি পরীক্ষার্থীদের গাড়িগুলিকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাওয়া-আসার সিদ্ধান্ত রয়েছে। এতে খুশি হাতি উপদ্রব জঙ্গলমহলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। জানা গিয়েছে, হাতির যাতায়াতের জঙ্গলের যেসব রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে, সেই রাস্তায় ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা পাহারায় থাকবেন। জেলার জঙ্গল পথে সমস্যা বলতে মূলত হাতির উপদ্রব।

মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি জানিয়েছেন, “যে সমস্ত জঙ্গলপথ দিয়ে পরীক্ষার্থীরা যাতায়াত করে, সেই পথগুলিতে বনকর্মীরা থাকবেন। পরীক্ষার্থীদের এসকর্ট করে নিয়ে যাওয়া ও আসার জন্য থাকছে ঐরাবত গাড়ি।” তবে দল হাতি ছাড়াও বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দলছুট দাঁতাল। মাঝেমধ্যে জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে চলে আসে।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version