কবিরাজদের নিয়ে সাংবাদিক গৌতমের বই ঘিরে বইমেলায় কৌতুহলী পাঠক

0
1

এবারের কলকাতা বইমেলায়(KOLKATA BOOK FAIR) প্রকাশিত হয়েছে সাংবাদিক গৌতম ব্রহ্মের ‘কবিরাজ কথা’। সদ্য প্রকাশিত এই বইটি নিয়ে ‘সংবাদ প্রতিদিন’ স্টলে(স্টল নম্বর ২৫৬)রবিবার আলোচনাসভা অনুষ্ঠিত হল। বিষয় ছিল, বাংলার কবিরাজদের নাড়িজ্ঞান ও তার ‘লাইভ ডেমনস্ট্রেশন’।এতে অংশগ্রহণ করেন প্রাক্তন অধ্যাপক ডাঃ বাদল চন্দ্র জানা, ডাঃ প্রদ্যোৎবিকাশ কর মহাপাত্র, অধ্যক্ষ ও প্রিন্সিপাল ডাঃ তাপস কুমার মন্ডল ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ তুষার কান্তি মণ্ডল প্রমুখ।উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক সরোজ দরবার, বিঝায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, কবিরাজ কথা বইটির প্রকাশক সন্ধ্যা প্রকাশন-এর কর্ণধার শঙ্কর দত্ত ও বইয়ের লেখক গৌতম ব্রহ্ম।

নিশ্চয়ই ভাবছেন কী আছে সদ্য প্রকাশিত এই বইটিতে? আসলে নাড়ি ধরে নিজের মৃত্যুর দিনক্ষণ বলে দিয়েছিলেন কবিরাজ গঙ্গাধর রায়। নাড়িবিজ্ঞানে পারদর্শী ছিলেন বাংলার বহু কবিরাজ। কবিরাজ গয়ানাথ সেন, ঈশান কবিরাজ, শ্যামাদাস বাচস্পতি। সেই তালিকাটা যথেষ্ট লম্বা। এখনও এমন অনেক কবিরাজ আছেন, যারা নাড়ি ধরে শরীরে লুকিয়ে থাকা রোগের হদিশ বলে দিতে পারেন। কবিরাজদের গল্প শুনতে শুনতে রবিবার সেই নাড়ি বিজ্ঞানের ঝলক দেখা গেল কলকাতা বইমেলায়, সংবাদ প্রতিদিন-এর স্টলে।