Saturday, August 23, 2025

রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

Date:

রাত পোহালেই শুরু এবারের মাধ্যমিক পরীক্ষা।সোমবার থেকে পরীক্ষা শুরুর আগের দিন আজ, রবিবার পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির চলছিল। আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে, পরিস্থিতি দেখেই রেগে আগুন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।ক্ষুব্ধ বিধায়ক মঞ্চে তো উঠলেনই না, এমনকী দলীয় কর্মীদের ধমক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে খোলালেন সেই মাইক।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই।

জানা গিয়েছে, রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল। কুমিল্লাপাড়া পল্লিমঙ্গল সমিতির মাঠে সেই রক্তদান শিবির হচ্ছিল। সেই উপলক্ষে সকাল থেকেই তারস্বরে মাইক বাজানো হচ্ছিল এলাকায়। রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখেই রেগে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ।তিনি স্পষ্ট জানিয়ে দেন, মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন।

এরপরই ক্ষুব্ধ বিধায়ক স্পষ্ট জানতে চান, মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হওয়ার পরেও কেন মাইক বাজানো হল।বিধা.কের রণংদেহী মূর্তি দেখে দলীয় কর্মীরাও ঘাবড়ে যান।তারা ক্ষমা চাইলেও, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলতে বলেন। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে, তা লক্ষ্য রাখা হবে।

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version