Tuesday, December 2, 2025

মানবিক নেহরা, ছোটবেলার কোচের পাশে প্রাক্তন পেসার, কিনে দেন বাড়ি

Date:

Share post:

কোচকে ঘর ছাড়তে বলেছিল বাড়িওয়ালা। সেকথা জানতে পেরে ছোটবেলার কোচকে বাড়ি কিনে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সদ্য প্রকাশিত এক বইয়ে। খেলোয়াড়দের মানবিক রূপ বহু ক্ষেত্রেই দেখতে পাই আমরা। এবার তার ব্যাতিক্রম হল। কোচ তারক সিংকে বাড়ি কিনে দেন আশিস। এক সাংবাদিকের লেখা বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা।

আশিস নেহরার ছোটবেলার কোচ তারক সিং। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। যে ক্লাবে খেলেই বড় হয়েছেন , শিখর ধাওয়ান ,ঋষভ পন্থও। সাংবাদিকের বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা। সেখানে জানান হয়েছে, ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা জানতে পেরেছিলেন যে, তারক সিং-এর বাড়িওয়ালা ঘর ছাড়ার নোটিস দিয়েছেন । সেটা জানার পরেই বাড়ি খুঁজতে শুরু করেন নেহরা। দেরি করে অনুশীলনে যেতেন ওই সময়। একদিন দেরি করে অনুশীলনে যাওয়ার পর কোচ জিজ্ঞেস করেন, কেন রোজ দেরি হচ্ছে আসতে। নেহরা তখন তাঁর হাতে চাবি ধরিয়ে দেন। জানান কোচের জন্য বাড়ি কিনেছেন তিনি।

ভারতের অন্যতম সেরা কোচ মনে করা হয় তারককে। ১৯৬৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সনেট ক্রিকেট ক্লাব তৈরি করেছিলেন তিনি। যে ক্লাব থেকেই নেহরা, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে। ২০০১ সালে তারককে ভারতের মহিলা দলের কোচ করা হয়। এক বছরের জন্য সেই দায়িত্ব সামলেছিলেন তিনি।

আরও পড়ুন- রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

spot_img

Related articles

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...