Monday, December 22, 2025

মানবিক নেহরা, ছোটবেলার কোচের পাশে প্রাক্তন পেসার, কিনে দেন বাড়ি

Date:

Share post:

কোচকে ঘর ছাড়তে বলেছিল বাড়িওয়ালা। সেকথা জানতে পেরে ছোটবেলার কোচকে বাড়ি কিনে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সদ্য প্রকাশিত এক বইয়ে। খেলোয়াড়দের মানবিক রূপ বহু ক্ষেত্রেই দেখতে পাই আমরা। এবার তার ব্যাতিক্রম হল। কোচ তারক সিংকে বাড়ি কিনে দেন আশিস। এক সাংবাদিকের লেখা বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা।

আশিস নেহরার ছোটবেলার কোচ তারক সিং। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। যে ক্লাবে খেলেই বড় হয়েছেন , শিখর ধাওয়ান ,ঋষভ পন্থও। সাংবাদিকের বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা। সেখানে জানান হয়েছে, ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা জানতে পেরেছিলেন যে, তারক সিং-এর বাড়িওয়ালা ঘর ছাড়ার নোটিস দিয়েছেন । সেটা জানার পরেই বাড়ি খুঁজতে শুরু করেন নেহরা। দেরি করে অনুশীলনে যেতেন ওই সময়। একদিন দেরি করে অনুশীলনে যাওয়ার পর কোচ জিজ্ঞেস করেন, কেন রোজ দেরি হচ্ছে আসতে। নেহরা তখন তাঁর হাতে চাবি ধরিয়ে দেন। জানান কোচের জন্য বাড়ি কিনেছেন তিনি।

ভারতের অন্যতম সেরা কোচ মনে করা হয় তারককে। ১৯৬৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সনেট ক্রিকেট ক্লাব তৈরি করেছিলেন তিনি। যে ক্লাব থেকেই নেহরা, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে। ২০০১ সালে তারককে ভারতের মহিলা দলের কোচ করা হয়। এক বছরের জন্য সেই দায়িত্ব সামলেছিলেন তিনি।

আরও পড়ুন- রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

spot_img

Related articles

রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ চালুর দাবি! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শমীক ভট্টাচার্যের 

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) কার্যক্রম চালুর দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে...

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...