Monday, November 3, 2025

নিউটাউনের নাবালিকা ধর্ষণ-খুনের কিনারা পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে টোটোয় তুলে ধর্ষণ এবং তারপর খুন করে স্থানীয় এক টোটোচালক (e-ricksaw driver)। নিউটাউনের (Newtown) নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় সেই টোটো চালককে গ্রেফতার বিধাননগর পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে, বলে দাবি পুলিশের।

শুক্রবার নিউটাউনের খালধার থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে বিধাননগর পুলিশ। শেষ পর্যন্ত জগতপুর এলাকার একটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ে ওই নাবালিকা। এরপর সেই সন্ধ্যায় নাবালিকা কোথায় গিয়েছিল তা খুঁজতে শুরু হয় তল্লাশি। যে এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয় সেখানকার একটি সিসিটিভি ফুটেছে নাবালিকাকে একটি ই-রিক্সায় (e-ricksaw) দেখা যায়। এরপর সেই সূত্রেই শুরু হয় তদন্ত।

পুলিশ ওই ই-রিক্সার (e-ricksaw) খোঁজ চালিয়ে চালক সৌমিত্র রায়কে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চলকর তথ্য। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আসা নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তারই পূর্ব পরিচিত স্থানীয় রিক্সাচালক সৌমিত্র রায় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো নাবালিকা তার রিক্সায় ওঠে।

পুলিশি জেরায় অভিযুক্ত সৌমিত্র জানিয়েছে, সে নাবালিকাকে রিক্সায় তুলে নিউটাউন (Newtown) সোনাঝুরি হাটের দিকে চলে যায়। সেখান থেকে ফের ঘুরে খাল ধারে আসে। সেখানেই তাকে ধর্ষণ ও খুন করে। এরপর দেহ ফেলা হয় খালপাড়ের ঝোপের মধ্যে। তবে এই ঘটনায় সৌমিত্রর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version