গভীর রাতে ভাঙড়ে (Bhangar) সবজি ব্যবসায়ীকে (vegetable vendor) লক্ষ্য করে গুলি (Shoot)। চিত্ত ঘোষ নামে এক সবজি বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরজি কর (RG Kar) হাসপাতালে ভর্তি।তার বাড়ি চালতে বেরিয়া অঞ্চলের বামুনিয়াতে।ঘটনাটি ঘটেছে সাতুলিয়া বেলেদানা বাজার কোচপুকুর রোডের উপরে । ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট ও উত্তর কাশিপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন চিত্ত। সেই সময় উত্তর কাশিপুর বেলেদানা এলাকায় তার উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। চিত্তর ডান হাতে গুলি লাগে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এই গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সবজি ব্যবসায়ী।ডান হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

–

–


–


–

–

–

–

–

–

–