Wednesday, November 26, 2025

উত্তরপ্রদেশে ট্রেনে ‘প্রাণহানি’র চেষ্টা বাংলার নাট্যদলকে! নিন্দা তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রের সরকারের আমন্ত্রণে নাটক প্রদর্শনীতে যোগ। কিন্তু ফেরার পথে শুধুমাত্র বাংলার (Bengali) নাট্যদল হওয়ায় উত্তরপ্রদেশে চরম হেনস্থার শিকার। প্রায় প্রাণ হাতে করে ভাষাবিদ্বেষীদের হাত থেকে ফিরে এসেছেন নাট্যকর্মীরা। ঘটনার পরে বাড়ি ফিরেও সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে দমদমের খ্যাতনামা নাট্যদলের কর্মীদের। কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) থেকে আরপিএফ (RPF) কারো সাহায্য পাননি তাঁরা। বিজেপি শাসিত মন্ত্রক ও পুলিশের বাঙালি বিদ্বেষের ঘটনায় ক্ষুব্ধ শাসকদল। রাজ্যের মন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu) বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন।

ভোপালে (Bhopal) কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশানাল স্কুল অফ ড্রামার (National School of Drama) ভারত রঙ মহোৎসব ২০২৫-এ (Bharat Rang Mahotsav 2025) যোগ দিতে গিয়েছিলন দমদমের বিশিষ্ট নাট্যদল বিশ্বরূপম। সম্পূর্ণ আমন্ত্রণমূলক যোগদান ছিল। অথচ ফেরার পথে সম্পূর্ণ ভিন্ন কারণে যেভাবে প্রাণনাশের মুখে তাঁরা পড়েছিলেন, তার বর্ণনা করতে গিয়েও তাঁরা ভীত, জানাচ্ছেন নাট্যকর্মীরা। প্রয়াগরাজে সংরক্ষিত এসি কামরায় (AC coach) বহু মানুষ উঠে পড়েন। বসার জন্য আবেদন জানান। প্রায় সব সিটেই যাত্রীদের তুলে দিয়ে মহাকুম্ভ (Mahakumbh) ফেরৎ যাত্রীদের বসার জায়গা করে দেন কামরার দায়িত্বে থাকা আরপিএফ কর্মীরাই, এমনটাই অভিযোগ।

বাংলার নাট্যদলের কর্মীরা তারই প্রতিবাদ করেন। তাঁদের ট্রেনে সফরের ব্যবস্থাও কেন্দ্রের মন্ত্রকই করেছিল। সেই পরিস্থিতিতে তাঁরা সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) ও তার আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা কোনও দায়িত্ব নিতে চাননি বলে অভিযোগ। মহাকুম্ভ ফেরৎ যাত্রীদের সঙ্গে বিবাদের পরই পরিস্থিতি ঘোরালো চেহারা নেয়।

রেলপুলিশ (RPF) বারবার মধ্যস্থতা করতে এসে প্রশ্ন করে নাট্যদলের কর্মীরা বাঙালি কি না। ভোররাতে ট্রেনে একদল দুষ্কৃতি উঠে এসে খোঁজ চালায় বাঙালিদের (Bengali)। নাট্যকর্মীদের অভিজ্ঞতা, কালো চাদরে মুখ ঢাকা অস্ত্র হাতে দুষ্কৃতীরা তাঁদের খোঁজ করছিল। ঘুমন্ত মানুষের মুখের ঢাকা খুলে কোন ভাষাভাষির তা পরীক্ষা করা হচ্ছিল। সৌভগ্যক্রমে তাঁদের খোঁজ পায়নি দুষ্কৃতীরা। হাওড়া স্টেশনে নেমে আর রেলের পুলিশের ভরসা না করে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ও ক্ষুব্ধ রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, গোটা ঘটনাটি অত্যন্ত খারাপ। বাংলার একটি নাট্যদল, তাঁদেরকে ট্রেনে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা গোটা ঘটনাটি খোঁজ নিচ্ছি। দমদমের বিধায়ক, মন্ত্রী, নাট্যকার ব্রাত্য বসুও অত্যন্ত উদ্বিগ্ন। তিনিও সবটা খোঁজ নিচ্ছেন।

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...