Wednesday, November 12, 2025

ম্যাকাউটের ছাদ থেকে ঝাঁপ ছাত্রীর! দুর্ঘটনা না আত্মহত্যা? তদন্তে পুলিশ 

Date:

Share post:

অধ্যাপিকা এবং ছাত্রের বিয়ের ভাইরাল ভিডিওর পর ফের একবার শিরোনামে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT)। কলেজ হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু এম টেক প্রথম বর্ষের ছাত্রীর।অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের হেনস্থায় অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়েছেন পড়ুয়া। সত্যিই কি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ (Haringhata Police Station)।

মৃত ছাত্রীর নাম সায়নী সেন, বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সোমবার সন্ধ্যায় উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে গিয়েছিলেন কয়েক জন। দেখা যায়, সায়নী পড়ে রয়েছে। তত ক্ষণে রক্তে ভেসে গিয়েছে তাঁর শরীরের চারপাশ। গুরুতর জখম অবস্থায় ম্যাকাউটের এম টেক (M.Tech ) ছাত্রীকে হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তাক্ত অবস্থায় প্রায় ৪০ মিনিট পড়ে ছিলেন সায়নী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনরকমের পদক্ষেপ করেনি বলে অভিযোগ। প্রায় ৩০ মিনিট পরে পুলিশ গিয়ে সায়নীকে উদ্ধার করে। মৃতার ক্লাসমেটরা বলছেন, সোমবার ছাত্রীর দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা ছিল। সেইসময় এক শিক্ষক তাঁকে হেনস্থা করেন। সায়নী বারবার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও সেই সুযোগ দেওয়া হয়নি তাঁকে। বিশ্ববিদ্যালয়ের একটি অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, পরীক্ষার সময় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান ছাত্রী। ম্যাকাউটের তরফে এই নিয়ে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। কী ভাবে সকলের নজর এড়িয়ে পাঁচতলায় পৌঁছে গেলেন ওই ছাত্রী, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...