Sunday, August 24, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচে কারা রয়েছেন দায়িত্বে? জানাল আইসিসি

Date:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২৩ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচ। দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচের দায়িত্বে কোন আম্পায়ার থাকবেন তা জানিয়ে দিল আইসিসি। আগেই এই প্রতিযোগিতায় কোন কোন আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলাবেন তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসির তরফে এবার জানানো হল গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন আম্পায়ারের হাতে থাকবে দায়িত্ব।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এমনটাই জানিয়েছে আইসিসি। টিভি আম্পায়ার থাকবেন মাইকেল গঘ। অন্যদিকে চতুর্থ আম্পায়ার থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচের দায়িত্ব থাকবে রিচার্ড কেটলবোরো এবং শারফুদৌলা। সেই ম্যাচের টিভি আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্ট। তবে এক্ষেত্রে নজর ছিল ভারত-পাক ম্যাচেই। সেখানে দায়িত্বে আছেন রিচার্ড ইলিংওয়ার্থ। যিনি গত বছর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আম্পায়ার ছিলেন। আর দুটি ক্ষেত্রেই জয়লাভ করে ভারত।

উল্লেখ্য, কোনও ভারতীয় আম্পায়ার থাকছেন না এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসি টুর্নামেন্টে ভারতের দুজন ম্যাচ আধিকারিকের নাম ছিল। আম্পায়ার হিসেবে ছিলেন নীতীন মেনন । এবং ম্যাচ রেফারি হিসেবে ছিলেন জাভাগাল শ্রীনাথ। ব্যক্তিগত কারণে পাকিস্তানে গিয়ে আম্পায়ারিং করা থেকে নিজেকে সরিয়ে নেন নীতীন। অন্যদিকে জাভাগা শ্রীনাথও ব্যাক্তিগত কারণে সড়ে দাঁড়ান।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় বোর্ড, তৈরি বিকল্পও

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version