Friday, August 22, 2025

অনলাইনে ভোটার তালিকায় নাম এন্ট্রি! কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা মুখ্যমন্ত্রীর

Date:

অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের আনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। অনলাইনে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হবে। যাতে তারা এসে ভোট দিতে পারে। কিন্তু বাংলা এই চেষ্টাকে রুখে দেবে।’

বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে। আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেটে বরাদ্দ করি। বাজেটে যা বলি, তাই করি।’ কেন্দ্রের কাছ থেকে সঠিক আর্থিক সাহায্য না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে বহু টাকা বরাদ্দ। কিন্তু সেই বকেয়া পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। তা সত্বেও কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-র মতো জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছি। ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। কন্যাশ্রীর জন্য এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৮০ হাজার পড়ুয়াকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখনও পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমাদের দেখাদেখি অনেক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার নকল করে একাধিক প্রকল্প চালু করেছে। তবে অন্য রাজ্যের থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আলাদা। ওঁদের অনেক শর্ত থাকে।’

এদিন বীরভূমের দেউচা-পাঁচামি প্রকল্প নিয়েও বড় আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘দেউচা-পাচামি প্রকল্প পুরোদমে চালু হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুৎ পরিষেবা পেতে খরচও হবে কম।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্ম ১০০ বছর যাতে লোডশেডিংয়ের সমস্যায় না ভোগে এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে তাই এই প্রকল্প। কমপক্ষে ১ লক্ষ যুবক-যুবতী চাকরি পাবেন। কয়লা উৎপাদন হলে বিদ্যুতের দামও কমে যাবে।’ সিইএসসি’র বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের যে কিছু করার নেই, তা উল্লেখ করে মমতা বলেন, “রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়। মানুষকে অনেক ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম সরকারে থাকাকালীন দিয়ে গিয়েছে।’

আরও পড়ুন- প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version