Thursday, December 4, 2025

আন্দোলন-কর্মবিরতির আড়ালে নার্সিংহোমে রোগী দেখে দেদার রোজগার! তথ্য তুলে দ্বিচারিতার পর্দাফাঁস PHA-র

Date:

Share post:

একদিকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, কর্মবিরতি। আর আড়ালে বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে দেদার রোজগার। যতদিন যাচ্ছে, রাজ্য সরকারি হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের একাংশের এই দ্বিচারিতা ক্রমশ সামনে আসছে। সম্প্রতি স্বাস্থ্য ভবনের দেওয়া তথ্যে সামনে আসতেই চোখ কপালে উঠেছে সবার।

স্বাস্থ্য ভবনের তথ্য বলছে, গত পাঁচ থেকে ছ’মাস যাঁরা দ্রোহের শ্লোগান তুলে কর্মবিরতিতে নেমেছিলেন, তাঁরাই ওই সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিয়ে বিপুল অঙ্কের টাকা রোজগার করেছেন। এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা রাজ্যে এই অঙ্কটা পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ‘দ্রোহের পীঠস্থান’ আরজি কর হাসপাতালে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে ২৯ জন ডাক্তারও এই কাজে জড়িত ছিলেন। সেখান থেকে তাঁদের রোজগারের অঙ্কটা প্রায় ৫ কোটি টাকার কাছকাছি। এই তথ্য সামনে এনে তাঁদের দ্বিচারিতার পর্দাফাঁস করলেন প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন বা পিএইচএ-র প্রতিনিধিরা।

বুধবার আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠকে সংগঠনের সহকারি কোষাধ্যক্ষ ডাঃ দীপাঞ্জন হালদার বলেন, আগস্ট, সেপ্টেম্বর মাসে ওই অভয়ার ন্যায় বিচারের দাবিতে টানা কর্মবিরতি চলছিল। কিন্তু কর্মবিরতি করে গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করা হল। আরও ওই চিকিৎসকরাই আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে গিয়ে সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথীতে অপারেশন ও চিকিৎসা পরিষেবা দিয়ে রোজগার করলেন। আরজি করের ৭৭ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের মধ্যে ২২ জন ও ৫৩২ জন জুনিয়র ডাক্তারের মধ্যে ৭ জনের নাম এখনও পর্যন্ত এই তালিকায় পাওয়া গিয়েছে। এরা মিলে প্রায় ৫ কোটি টাকা রোজগার করেছেন। গোটা রাজ্যে অঙ্কটা ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এটা কোন ধরনের দ্বিচারিতা? আগামীদিনে এ সংক্রান্ত আরও তথ্য সামনে আসবে বলেও জানিয়েছেন তাঁরা।

তিনি আরও বলেন, থ্রেট কালচারের নামে কিছু লোকের নাম দিয়ে,ছবি দিয়ে পোস্টার ব্যানার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হল। তাঁদের সম্মানহানি করা হল। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ দেওয়া হল না। কিন্তু আন্দোলনের নামে কোটি কোটি কোটি টাকা তোলা হল। অনেক ক্ষেত্রে সেই টাকা জমা হল অনেক আন্দোলনকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টেও। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুললেই বলা হচ্ছে প্রমাণ দাও! কিন্তু তাঁরা কোনও প্রমাণ ছাড়াও যা ইচ্ছে তা অভিযোগ করে গেলেন। গণতান্ত্রিক আন্দোলনের নামে আমাদের সংগঠনের পোস্টার খুলে দেওয়া, ছিঁড়ে দেওয়া হল, এরা কি সত্যিই গণতান্ত্রিক পথে বিশ্বাস করে? প্রশ্ন তাঁদের।

এর পাশাপাশি এদিনই জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে তাঁরা ডাঃ শশী পাঁজার নেতৃত্বাধীন পিএইচএ-র পরামর্শ ও অভিভাবকত্বেই চলবে। সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী আরও জানান, এদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে তাঁদের সংগঠনের এনরোলমেন্ট শুরু করা হল। এই সংক্রান্ত ফর্ম প্রকাশ করে তিনি বলেন, যাঁরা আমাদের সংগঠনের সঙ্গে থাকতে চায় তাঁরা এই ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। যাঁরা এরই মধ্যে সংগঠনের সঙ্গেই আছেন তাঁদেরও এই ফর্ম ফিলাপ করার অনুরোধ জানান হয়েছে।

আরও পড়ুন- মাদক কারবার রুখতে পদক্ষেপ! বুধবার উত্তরবঙ্গের পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক বিনীত গোয়েলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...