মালদহে মহিলা মাদক পাচারকারী গ্রেফতার। নাম ববিতা মণ্ডল (৩৫)। বাড়ি কালিয়াচকের জালুয়াবাধালে। সে কালিয়াচকের এক মহিলার কাছ থেকে হেরোইন নিয়ে শিলিগুড়ির চম্পাসারিতে পাচার করতে যাচ্ছিল। কলকাতা এসটিএফ মারফত খবর পেয়ে মালদহ জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৩১০ গ্রাম হেরোইন। আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
আরও পড়ুন- ঋত্বিক ঘটকের ছবি বন্ধ করেনি তৃণমূল! প্রধান শিক্ষকের চিঠিতে ফাঁস ‘গণশক্তি’র মিথ্যাচারের রাজনীতি
_
_
_
_
_
_
_
_
_
_