Friday, July 4, 2025

চলছে মাধ্যমিক পরীক্ষা! সঙ্ঘ প্রধানের বর্ধমানের সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না এসডিও

Date:

আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সাইয়ের মাঠে সভা করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্ঘের সদস্যদের ওই সভায় যোগ দেওয়ার কথা। কিন্তু সঙ্ঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না বর্ধমান উত্তরের মহকুমাশাসক।

এই প্রসঙ্গে বর্ধমান উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, পুলিশের কাছে সভায় মাইকের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে আমার কাছে পাঠানো হয়। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই আমি সভায় মাইকের অনুমতি বাতিল করি। পুলিশকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছি। যদিও বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিংহ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার দুই দিন আগে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী মোহন ভগবত এই জেলায় আসবেন। প্রথম দু’দিন সংঘের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা সেরে ১৬ তারিখে প্রকাশ্য সভা করবেন পূর্ব বর্ধমানের তালিত এলাকায় সাই-এর মাঠে। তার প্রস্তুতি জোর কদমে চলছে। প্রস্তুতি চলছে মাঠ পরিস্কার থেকে মঞ্চ তৈরীর। মাঠের উত্তর দিকে একেবারে শেষ প্রান্তে মঞ্চ তৈরি হচ্ছে যাতে বেশি করে কর্মীদের মাঠে উপস্থিত করে মোহন ভগবতের বার্তা সারসরি কার্যকর্তাদের শোনানো যায়। আরএসএস কর্মীরাও মুখিয়ে সংঘ প্রধান কি বার্তা দেবেন তা শোনার জন্য। কিন্তু তার আগেই সভা ঘিরে অনিশ্চয়তা তৈরী হয়েছে।

আরও পড়ুন- ঋত্বিক ঘটকের ছবি বন্ধ করেনি তৃণমূল! প্রধান শিক্ষকের চিঠিতে ফাঁস ‘গণশক্তি’র মিথ্যাচারের রাজনীতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version