Monday, August 25, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর টিম ইন্ডিয়ার ওপর একাধিক কড়া নিয়ম চালু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাঁদের পরিবার। আর সূত্রের খবর, এই নিয়ম জারি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই। জানা যাচ্ছে, শুধু দলের জন্য কয়েক জন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড। যদিও তারা থাকবেন অন্য হোটেলে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “ এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই প্রতিযোগিতা এক মাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়া হয়, তাহলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই করতে হবে। বোর্ড এক পয়সাও দেবে না।“

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের। ভারত যদি ফাইনালেও ওঠে তাহলেও তিন সপ্তাহের বেশি চলবে না প্রতিযোগিতা। আর বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তাহলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এক্ষেত্রে যেহেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। মানতে হবে নতুন নিয়ম।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না , তাই হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। ভারত তার সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক হিসাবে কে প্রথম পছন্দ গম্ভীরের? জানিয়ে দিলেন তিনি

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version