ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে কী বললেন রোহিত ?

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ এই জয় খুবই তৃপ্তির। জানতাম কিছু পরীক্ষার মুখে পড়তে হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়। একদিনের সিরিজে ইংরেজদের হোয়াইটওয়াশ করে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা বড়ই স্বস্তির। এই জয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মনবল বাড়াবে দলের তা বলার অপেক্ষা রাখে না। তাই এই জয় তৃপ্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে দলের বেশ কিছু জায়গায় উন্নতি চান তিনি।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ এই জয় খুবই তৃপ্তির। জানতাম কিছু পরীক্ষার মুখে পড়তে হবে। আমরা সেগুলোর উত্তর দিতে পেরেছি। যে কোনও চ্যাম্পিয়ন দল চায় প্রতি ম্যাচে উন্নতি করতে। আমরাও আগামী ম্যাচে উন্নতি করতে চাই এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দলের প্রত্যেককে নিজের মতো খেলার সুযোগ দিই। বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল। আমরা ফলও পেয়েছিলাম। কিছু সময় হয়তো ঠিক ফল পাওয়া যায় না, কিন্তু সেটা হতেই পারে।“

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে সাহায্য করবে। সাজঘরে সকলে খুবই আনন্দে রয়েছে। তিনটি ম্যাচে প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সঠিক সময়ে রান পেয়েছি আমরা। উইকেটও পেয়েছি। “

আরও পড়ুন- ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ ৩-০-এ জয় ভারতের