একদিনের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ৩-০ জয় পায় ভারতীয় দল। এরপরই সেলিব্রেশনে মাতে টিম ইন্ডিয়া। তবে যেই ট্রফি নিয়ে এত উচ্ছ্বাস , সেই ট্রফি নিতেই কিনা ভুলে গেল ভারতীয় দল। যদিও পরে ট্রফির খেয়াল হতে, ট্রফি তুলে নেন কেএল রাহুল। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয়ের পর, ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এরপর ট্রফি নিয়ে উৎসবে মাতেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় ঘটে এমন ঘটনা। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা যাচ্ছে, মাটিতে ট্রফি রেখে ছবি তুলছিল ভারতীয় দল। ছবি তোলা হয়ে গেলে একে একে সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন সকলে। ট্রফি নেওয়ার কথা মনেই ছিল না কারও। সেই সময় টিম ইন্ডিয়ার তিন সিনিয়র ক্রিকেটার কোহলি, রোহিত এবং রাহুল যাচ্ছিলেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর খেয়াল করেন ট্রফিটা কেউ নেয়নি। ফিরে গিয়ে সেই ট্রফি নিয়ে আসেন রাহুল। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়। কেউ লিখছেন, ট্রফির কথা ভুলেই গিয়েছেন তিনজন।

teeno ke teeno paagal, trophy hi bhul gaye 😭😭😭 pic.twitter.com/IJhJPKqjwy
— T. (@iklamhaa) February 13, 2025
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। তারপর ওয়ানডে সিরিজে রোহিতরা চুনকাম করেছেন বাটলারদের।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার মূল্য পাবেন বিরাট-রোহিতরা ? জানাল আইসিসি


–

–

–

–

–

–

–

–
–