Friday, May 23, 2025

বাংলার বাজারে নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে তৎপর রাজ্য

Date:

Share post:

নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে তৎপর রাজ্য (State)। বাংলার বাজারে নেপাল এবং ভূটান থেকে আসা নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ করে রাজ্যে চা (Tea) উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে হবে। কীটনাশকবিহীন চা পাতার শংসাপত্র পেলে তবেই সীমান্ত পেরিয়ে রাজ্যে চা পাতা বোঝাই গাড়ি রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত অন্তঃশুল্ক বিভাগকে এ বিষয়ে কার্যকারী ভূমিকা গ্রহণের অনুরোধ জানিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে।

রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকার চা উৎপাদনে ২০টিরও বেশি কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু বর্তমানে নেপাল, ভূটান (Bhutan) থেকে আমদানি করা  চা পাতায় তার ব্যবহার হচ্ছে কি না সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সে  কারণেই সীমান্তে চা পাতা পরীক্ষা করা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন থেকে অভিযোগ উঠছিল, দার্জিলিং চায়ের নামে রাজ্যের খোলা বাজার তো বটেই গোটা দেশ ও বিদেশেও বিক্রি করা হচ্ছে নেপালের (Nepal) চা। নেপালের চায়ের গুণগতমান পরীক্ষার কোনও ব্যবস্থা না থাকায়, এর মুনাফা সম্পূর্ণভাবে নেপাল তুলছে বলে অভিযোগ। এতে একদিকে যেমন দার্জিলিং (Dajeeling) চায়ের নাম খারাপ হচ্ছে, অন্যদিকে রাজকোষেও এর প্রভাব পোহাতে হচ্ছে সরকারকে। তাই চা এবার কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত মানে পৌঁছচ্ছে কি না, তা পরীক্ষা করা হবে।
আরও খবর: কেন্দ্রের তুঘলকি ফরমান, পুরনো গাড়ির জন্য কর দ্বিগুণ করার সিদ্ধান্ত

পাশাপাশি যেহেতু অসম থেকেও ভালো পরিমাণ চা আমদানি করা হয় তাই সংশ্লিষ্ট আন্তঃরাজ্য সীমান্তেও একই নিয়ম চালু হচ্ছে। টি টেস্টিং ল্যাবরেটরির একটি তৈরি করা হবে ভারত-নেপাল সীমান্তে এবং আরেকটি হবে পশ্চিমবঙ্গ-অসম সীমানায়। যার জন্য প্রায় ৫৫ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। রাজ্যের লেবার কমিশনারেটের এবং শ্রম দফতরের অধীন পশ্চিমবঙ্গ টি ডিরেক্টরেটের ইনসপেক্টর এবং তার উপরের র‍্যাঙ্কের আধিকারিকদের বাড়তি ক্ষমতাও দেওয়া হয়েছে। তার বলে তাঁরা কীটনাশকযুক্ত চা পাতার গাড়ি ধরতে পারবেন এবং চা পাতা পরীক্ষার জন্য পাঠাতে পারবেন।

spot_img

Related articles

একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০...

আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান, কালীঘাটকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী...

BEFORE ANYONE ELSE: সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ ভারতী সাংসদদের প্রতিনিধি দল।...

বোসের বদলে বেলা! রাজভবনে পালাবদল যেন অঞ্জনের গান

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে...