Friday, December 19, 2025

বাংলার বাজারে নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে তৎপর রাজ্য

Date:

Share post:

নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে তৎপর রাজ্য (State)। বাংলার বাজারে নেপাল এবং ভূটান থেকে আসা নিম্নমানের চা পাতার রমরমা আটকাতে আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টে চা পরীক্ষা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ করে রাজ্যে চা (Tea) উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে হবে। কীটনাশকবিহীন চা পাতার শংসাপত্র পেলে তবেই সীমান্ত পেরিয়ে রাজ্যে চা পাতা বোঝাই গাড়ি রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত অন্তঃশুল্ক বিভাগকে এ বিষয়ে কার্যকারী ভূমিকা গ্রহণের অনুরোধ জানিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হচ্ছে।

রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকার চা উৎপাদনে ২০টিরও বেশি কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু বর্তমানে নেপাল, ভূটান (Bhutan) থেকে আমদানি করা  চা পাতায় তার ব্যবহার হচ্ছে কি না সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সে  কারণেই সীমান্তে চা পাতা পরীক্ষা করা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন থেকে অভিযোগ উঠছিল, দার্জিলিং চায়ের নামে রাজ্যের খোলা বাজার তো বটেই গোটা দেশ ও বিদেশেও বিক্রি করা হচ্ছে নেপালের (Nepal) চা। নেপালের চায়ের গুণগতমান পরীক্ষার কোনও ব্যবস্থা না থাকায়, এর মুনাফা সম্পূর্ণভাবে নেপাল তুলছে বলে অভিযোগ। এতে একদিকে যেমন দার্জিলিং (Dajeeling) চায়ের নাম খারাপ হচ্ছে, অন্যদিকে রাজকোষেও এর প্রভাব পোহাতে হচ্ছে সরকারকে। তাই চা এবার কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত মানে পৌঁছচ্ছে কি না, তা পরীক্ষা করা হবে।
আরও খবর: কেন্দ্রের তুঘলকি ফরমান, পুরনো গাড়ির জন্য কর দ্বিগুণ করার সিদ্ধান্ত

পাশাপাশি যেহেতু অসম থেকেও ভালো পরিমাণ চা আমদানি করা হয় তাই সংশ্লিষ্ট আন্তঃরাজ্য সীমান্তেও একই নিয়ম চালু হচ্ছে। টি টেস্টিং ল্যাবরেটরির একটি তৈরি করা হবে ভারত-নেপাল সীমান্তে এবং আরেকটি হবে পশ্চিমবঙ্গ-অসম সীমানায়। যার জন্য প্রায় ৫৫ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। রাজ্যের লেবার কমিশনারেটের এবং শ্রম দফতরের অধীন পশ্চিমবঙ্গ টি ডিরেক্টরেটের ইনসপেক্টর এবং তার উপরের র‍্যাঙ্কের আধিকারিকদের বাড়তি ক্ষমতাও দেওয়া হয়েছে। তার বলে তাঁরা কীটনাশকযুক্ত চা পাতার গাড়ি ধরতে পারবেন এবং চা পাতা পরীক্ষার জন্য পাঠাতে পারবেন।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...