কেরলের মন্দিরে হাতির আক্রমণের ভয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু তিন বৃদ্ধের

পদপিষ্ট হয়ে ৩ বৃদ্ধের মৃত্যু হয়, আহত ২০ জন

কেরলের মন্দিরে ঘটে গেল অঘটন। কেরলের কয়িলান্ডির কাছে মানাকুলাঙ্গারা মন্দিরে হাতি আক্রমণে পদদলিত হয়ে মৃত্যু হল তিন জনের।

বৃহস্পতিবার সন্ধেয় মানাকুলাঙ্গারা মন্দিরে উৎসবের জন্যই নিয়ে আসা হয়েছিল হাতি। তখন পটকা ফাটানো হয়, এর জেরেই হাতিগুলি মন্দিরের কাছে একটি ছোট ঘরের দিকে তেড়ে যায়। ঘরটির দেওয়ালে ধাক্কা মারলে ওই অংশটি ধসে কয়েকজন চাপা পড়ে যায়। এই ঘটনায় বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়লে ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। তাতেই পদপিষ্ট হয়ে ৩ বৃদ্ধের মৃত্যু হয়। আহত ২০ জন।

এই ঘটনায় কেরল ক্যাপটিভ এলিফ্যান্টস (ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ) নিয়ম লঙ্ঘন হয়েছে কি না তার তদন্ত চলছে। আহতদের চিকিৎসার জন্য কোয়িলান্ডি হাসপাতাল এবং কোঝিকোড় মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।