মণিপুরে CRPF ক্যাম্পে গুলিতে দুই সহকর্মীকে খুন, আত্মঘাতী জওয়ান

মণিপুরে দুই সহকর্মীকে খুন করে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান । তার সার্ভিস রিভলভার থেকে চালানো গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। এই ঘটনা ঘটেছে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার লামসাং এলাকায়।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর এই ঘটনা ঘটে লামসাং-এর সিআরপিএফ ক্যাম্পের মধ্যেই। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন সঞ্জয় কুমার নামের ওই জওয়ান। তিনি সিআরপিএফের ১২০ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার । তবে কী কারণে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পরে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, CRPF ক্যাম্পে সহকর্মী সঙ্গে কথা বলছিলেন সঞ্জয়। তখনই নিজের সার্ভিস রাইফেল থেকে প্রথমে এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে লক্ষ্য করে গুলি চালান সঞ্জয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। তার ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও à§® জন জওয়ান। তারপরেই রাইফেলটি নিজের দিকে ঘুরিয়ে গুলি চালান ওই জওয়ান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সঞ্জয়েরও।

পুলিশ এবং সিআরপিএফের আধিকারিকরা জানান, রাতেই ওই জওয়ানদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ইম্ফলের রিজিওন্যাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। সেখানেই ভর্তি করা হয়েছে আহত জওয়ানদের। কী কারণে ওই জওয়ান তার সহকর্মীদের গুলি করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

একাধিক সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে জওয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। ছুটি পেতে সমস্যা এবং চাকরি সংক্রান্ত অন্যান্য জটিলতার কারণে সংঘাত বাড়ছে বাহিনীতে।