Tuesday, November 4, 2025

মণিপুরে CRPF ক্যাম্পে গুলিতে দুই সহকর্মীকে খুন, আত্মঘাতী জওয়ান

Date:

মণিপুরে দুই সহকর্মীকে খুন করে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান । তার সার্ভিস রিভলভার থেকে চালানো গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। এই ঘটনা ঘটেছে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার লামসাং এলাকায়।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর এই ঘটনা ঘটে লামসাং-এর সিআরপিএফ ক্যাম্পের মধ্যেই। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন সঞ্জয় কুমার নামের ওই জওয়ান। তিনি সিআরপিএফের ১২০ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার । তবে কী কারণে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পরে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, CRPF ক্যাম্পে সহকর্মী সঙ্গে কথা বলছিলেন সঞ্জয়। তখনই নিজের সার্ভিস রাইফেল থেকে প্রথমে এক কনস্টেবল এবং এক সাব ইনস্পেক্টরকে লক্ষ্য করে গুলি চালান সঞ্জয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। তার ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন জওয়ান। তারপরেই রাইফেলটি নিজের দিকে ঘুরিয়ে গুলি চালান ওই জওয়ান। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সঞ্জয়েরও।

পুলিশ এবং সিআরপিএফের আধিকারিকরা জানান, রাতেই ওই জওয়ানদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ইম্ফলের রিজিওন্যাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। সেখানেই ভর্তি করা হয়েছে আহত জওয়ানদের। কী কারণে ওই জওয়ান তার সহকর্মীদের গুলি করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

একাধিক সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে জওয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। ছুটি পেতে সমস্যা এবং চাকরি সংক্রান্ত অন্যান্য জটিলতার কারণে সংঘাত বাড়ছে বাহিনীতে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version