Wednesday, August 27, 2025

বকেয়া অর্থে ছাড় নয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্পষ্ট বার্তা আদানি গোষ্ঠীর

Date:

অন্ধকারে ডুবতে বসেছে বাংলাদেশ (Bangladesh power supply)! পদ্মাপাড়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কর বা বকেয়া অর্থে কোনও ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। ঢাকার অনুরোধ নাকচ করে স্পষ্ট বার্তা দিয়েছে গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার (Adani Power)। বিপাকে ইউনূস সরকার।

২০১৭ সালের চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সারা বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আদানি গোষ্ঠী। ২৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা (Bangladesh power development board)। গত নভেম্বর থেকে বাংলাদেশে একটি ইউনিট চালু রেখেছিল আদানি পাওয়ার(Adani Power)। পাশাপাশি বিপুল বকেয়া পরিশোধের জন্য গৌতম আদানির সংস্থার কাছ থেকে ক্রমাগত তাড়া দেওয়া হচ্ছে ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে। কিন্তু টাকা মেটানোর পরিবর্তে গ্রীষ্মকালীন চাহিদার কথা মাথায় রেখে আদানি পাওয়ারকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB)। সূত্রের খবর এবার আর এই অনুনয় মানতে রাজি নয় ভারতের বিদ্যুৎ সংস্থা। এখানেই শেষ নয় বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধও করেছিল ঢাকা। সূত্র বলছে, আদানিরা এ বার বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতেও রাজি হয়নি।অক্টোবরেই প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছিল, টাকা না-মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বিপিডিবি-র কোনও কর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি। আগামী মঙ্গলবার বৈঠক হওয়ার কথা রয়েছে। কী সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version